পরিবেশ-বান্ধব প্রসঙ্গের ওপর দু'বছরব্যাপী সারা দেশের বিরাটাকারের গণ কল্যাণমূলক ভ্রাম্যমাণ প্রদর্শনী ২৭ সেপ্টেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে।
'পৃথিবী:একমাত্র গ্রাম' শীর্ষক এবারের কর্মসূচীর মধ্যে সুপরিচিত অপেরার পরিবেশনা, প্রদর্শনী ও আলোচনা সভাসহ বিভিন্ন উপায়ে জনগণের প্রতি পরিবেশবান্ধব অভিযানকে সমর্থন এবং এতে অংশ নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। তাছাড়া, এ কর্মসূচীর মাধ্যমে সারা চীনে পরিবেশ-বান্ধব কর্মধারা জনপ্রিয় করে তোলা হয়।
চীনের পরিবেশ-বান্ধব ফেডারেশন, চীনের সাংস্কৃতিক উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের তহবিলসহ বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। অনেক শিল্পী, পন্ডিত এবং বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ এতে অংশ নিয়েছেন।