কুয়াং চৌতে'আমার মনের সুন্দর বাড়ি' শীর্ষক ছবি আঁকা ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২০১০ সালের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশ্বের অন্যতম কেন্দ্র হিসেবে কুয়াংচৌতে উদযাপনী অনুষ্ঠান এবং 'আমার মনের সুন্দর বাড়ি' শীর্ষক চীনের কুয়াংতোং আন্তর্জাতিক পর্যটন দিবসের দশ লাখেরও বেশি শিশুদের ছবি আঁকা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর কুয়াং চৌ শহরে অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব তালেব রিফাই তাঁর বক্তৃতায় বলেন, ২০১০ সালের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ছিলো 'পর্যটন ও জীবন বিজ্ঞান'। দশ হাজারেরও বেশি শিশুদের ছবি আঁকা ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতাটি একে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রাথমিক স্কুলের ছেলেমেয়েরা যার যার কল্পনাকে কাজে লাগিয়ে ছবি ও প্রবন্ধের মাধ্যমে প্রাণবন্তভাবে মনের সুন্দর বাড়িঘরের বর্ণনা করেছে। প্রতিযোগিতায় সাফল্য অর্জিত হয়েছে এবং কুয়াং তোং প্রদেশ তথা চীন ও বিশ্বের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পর্যটনের উন্নয়নের শুভ সূচনা করেছে।
কুয়াং তোং প্রদেশের প্রাথমিক স্কুলের মোট ১০ লাখেরও বেশি ছাত্রছাত্রী এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে।