Web bengali.cri.cn   
মোজাম্বিকে চীনের রাষ্ট্রদূত হুয়াং সুং ফু'র বিশেষ সাক্ষাত্কার
  2010-10-06 15:43:57  cri

শ্রোতাবন্ধুরা, চলতি বছর হচ্ছে নয়া চীন প্রতিষ্ঠার পর বৈদেশিক সহায়তার ৬০তম বার্ষিকী। ৬০ বছর ধরে নিজস্ব উন্নয়নের প্রচেষ্টা চালানোর পাশা পাশি চীন অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে যথাসাধ্য সহায়তাও প্রদান করেছে। এর মধ্যে রয়েছে সহায়তা প্রকল্প, ঋণ মওকুফ, প্রযুক্তিগত সহযোগিতা, সাধারণ সামগ্রী প্রদান এবং প্রযুক্তিবিদ প্রশিক্ষণ জোরদারসহ বিভিন্ন বিষয়। সহায়তা গ্রহণকারী দেশগুলোর জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, জীবিকার উন্নয়ন, সামাজিক অগ্রগতি ত্বরান্বিতকরণ এবং দক্ষিণ ও উত্তর গোলার্ধের ব্যবধান কমানোর ব্যাপারে চীন বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সম্প্রতি আমাদের বেতারের সংবাদদাতা মোজাম্বিকে চীনের রাষ্ট্রদূত হুয়াং সুং ফু'র সাক্ষাত্কার নিয়েছেন। আচ্ছা বন্ধুরা, আজকের 'সাংস্কৃতিক ব্যক্তিত্ব' অনুষ্ঠানে আমরা রাষ্ট্রদূত হুয়াং সুং ফু'র কথাই আপনাদের শোনাবো।

চীনের বৈদেশিক সহায়তা ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পর থেকেই শুরু হয়। ৫০ দশকের শুরুর দিকে বিশাল সংকট ও চ্যালেঞ্জের সম্মুখীন হলেও চীন সক্রিয়ভাবে আন্তর্জাতিক দায়িত্বের কথা ভেবে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে যথাসাধ্য সহায়তা প্রদান করেছে। মোজাম্বিয়াকে সহায়তা সম্পর্কিত আলোচনায় রাষ্ট্রদূত হুয়াং সুং ফু বলেন, মোজাম্বিকের জনগণ জাতীয় স্বাধীনতা সংগ্রাম অর্জনের সঙ্গে সঙ্গে চীন তাকে সাহায্য করতে শুরু করে। এ সম্পর্কে তিনি বলেন:

" মোজাম্বিকের প্রতি চীনের দেয়া সহায়তা বেশ অনেক আগে থেকেই শুরু হয়েছে। গত শতাব্দীর ৬০ ও ৭০ দশকে মোজাম্বিকের জনগণ জাতীয় স্বাধীনতার জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন। এসময় চীন সরকার ও চীনা জনগণ তাঁদের দৃঢ় সহায়তা প্রদান করেছে। মোজাম্বিক হচ্ছে আফ্রিকায় চীনের একটি ঐতিহ্যবাহী মৈত্রী দেশ।"

রাষ্ট্রদূত হুয়াং সুং ফু আরো বলেন, মোজাম্বিক একটি বেশ সমৃদ্ধ দেশ। তার উন্নয়নের সুপ্ত শক্তি বিশাল। বিশেষ করে গত দশ বছর মোজাম্বিকের উন্নয়নের গতি খুবই দ্রুত বলে সবাই মনে করেন। বিশেষ করে আফ্রিকার দেশগুলোর মধ্যে মোজাম্বিকের উন্নয়ন সবার সামনে। মোজাম্বিকের সরকার অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে বেশ ইতিবাচক উদ্যোগ নিয়ে বেশ লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে। মোজাম্বিকের অবস্থা ও তার নিজের উন্নয়নের চাহিদা অনুযায়ী চীন মোজাম্বিককে সংশ্লিষ্ট আনুষংগিক সহায়তা প্রদান করেছে। বিশেষ করে গত ৩০ বছর চীনের সহায়তা মোজাম্বিকের উন্নয়নকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বেশ ইতিবাচক ভূমিকা পালন করেছে। এ সম্পর্কে তিনি বলেন:

" গত ৩০ বছরএর সহায়তা প্রকল্প, সামগ্রী সরবরাহ, প্রযুক্তিগত সহযোগিতা ও প্রযুক্তিবিদ প্রশিক্ষণ চালানোর মাধ্যমে মোজাম্বিককে বিনাশর্তে সহায়তা প্রদান করেছে চীন। এ পর্যন্ত পর্যায়ক্রমে ৭০ ধরনের ঋণ প্রদান, ২০টি সহায়তা প্রকল্প স্থাপন, ১৮টি প্রযুক্তিগত সহযোগিতা এবং ৩০টিরও বেশি ধরনের সামগ্রী ও আর্থিক সাহায্য প্রদান করেছে। ২০০৬ সালের শেষ দিকে বিভিন্ন রকমের প্রায় ৫ শ'রও বেশি প্রযুক্তিবিদকে প্রশিক্ষণ দিয়েছে। চীনের সহায়তা মোজাম্বিকের অর্থনৈতিক উন্নয়ন এবং জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।"

চীনের সহায়তায় স্থাপিত মোজাম্বিকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন, অভিশংসন সংস্থা, আইন প্রণয়ন ভবন, দুর্নীতি প্রতিরোধ ব্যুরো এবং স্টেডিয়ামসহ ধারাবাহিক গুরুত্বপূর্ণ প্রকল্প ইতোমধ্যেই মোজাম্বিকের একটি প্রতিনিধিত্বশীল স্থাপত্যে পরিণত হয়েছে। এ সব স্থাপত্য কেবল যে চীন ও মোজাম্বিকের জনগণের বন্ধুত্বপূর্ণ মৈত্রীই প্রতিফলিত হয়েছে তা নয়, তা কার্যকরভাবে মোজাম্বিক সরকারের অফিসের গুণগত মান উন্নয়ন করেছে। একই সঙ্গে এ সব স্থাপত্য নির্মাণের প্রক্রিয়ায় চীনা শিল্পপ্রতিষ্ঠান ব্যাপকভাবে স্থানীয় শ্রমিক নিয়োগ করেছে। এভাবে স্থানীয় অধিবাসীদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। চীনের প্রযুক্তিগত কর্মীরা হাতে কলমে স্থানীয় শ্রমিকদের শিখিয়েছেন। স্থানীয় অনেক প্রযুক্তিবিদ এর মধ্য দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা নেন। চীনা শিল্পপ্রতিষ্ঠানের কর্মীরা প্রকল্পের গুণগত মানের ওপর বেশ গুরুত্ব আরোপ করেন। তাদের পরিশ্রমী ও সাহসী মর্ম মোজাম্বিকের জনগণের মনে প্রগাঢ় ছাপ ফেলেছে বলে সকলের প্রশংসা পেয়েছে। এ ছাড়া, গ্রামীণ স্কুল পুনর্গঠন, বসতবাড়ি, পোষাক কারখানা ও বস্ত্র কারখানাসহ বিভিন্ন প্রকল্প স্থাপনে চীন মোজাম্বিককে বেশ অনেক সাহায্য করেছে।

খাদ্যশস্য সমস্যা হচ্ছে মোজাম্বিকসহ অনেক উন্নয়নশীল দেশগুলোর সম্মুখীন একটি বেশ জরুরি সমস্যা। রাষ্ট্রদূত হুয়াং সুং ফু মনে করেন, মোজাম্বিকের জমি, বৃষ্টিপাতের পরিমাণ এবং জলবায়ুর অবস্থা সব ভালো দিক। চাষ ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা মোজাম্বিকের জনগণকে শিখিয়ে দিতে পারে চীন, যাতে তাদের প্রযুক্তিবিদ প্রশিক্ষণে সহায়তা করা যায়। এ সম্পর্কে তিনি বলেন:

"চীন ও আফ্রিকা ফোরামের কাঠামোয় আট ব্যবস্থার অন্যতম হিসেবে আমরা মোজাম্বিকেয় কৃষি প্রযুক্তি সংক্রান্ত পরীক্ষামূলক কেন্দ্র প্রতিষ্ঠা করেছি। তা ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এ পরীক্ষামূলক কেন্দ্রের মাধ্যমে কৃষি জমিতে চাষ করা সংক্রান্ত প্রশাসনের সামর্থ্য স্থানীয় অধিবাসীকে প্রশিক্ষণ করতে সক্ষম। একই সঙ্গে চীনের হুপেই প্রদেশের কৃষি ব্যুরো মোজাম্বিকের দক্ষিণাঞ্চলে একটি পরীক্ষামূলক খামার স্থাপন করেছে। গড়ে তোলা এ খামারের বয়স এ পর্যন্ত ৩ বছর পার করেছে। এ খামারে অনেক বেশি সাফল্য অর্জিত হয়েছে। এখন এ খামারে ধানের উত্পাদনের পরিমাণ ঠিক মোজাম্বিকের স্থানীয় পরিমানের দু'গুণের বেশি। স্থানীয় অনেক অধিবাসী খামারে এসে চীনা কর্মীদের সাথে চাষ করার আধুনিক প্রযুক্তি শিখেন।"

রাষ্ট্রদূত হুয়াং সুং ফু আরো বলেন, একটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন যথাযোগ্য ক্ষেত্রে মোজাম্বিককে সহায়তা প্রদান করেছে। কৃষি, চিকিত্সা ও স্বাস্থ্য, প্রশিক্ষণ এবং দূষণমুক্ত জ্বালানি সম্পদসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো বাড়ানোর বিষয় নিয়ে চীন ও মোজাম্বিক আলোচনা করছে।

সাক্ষাত্কারে রাষ্ট্রদূত হুয়াং সুং ফু বিশেষ করে মোজাম্বিয়ায় সহায়তা দেয়া চীনা চিকিত্সা দলের কথা উল্লেখ করেছেন। এ সম্পর্কে তিনি বলেন:

"দীর্ঘকাল ধরে আমরা মোজাম্বিককে চিকিত্সা সহায়তা প্রদান করেছি। আমাদের চিকিত্সা দল স্থানীয় সরকার ও অধিবাসীদের ভূয়সী প্রশংসা পেয়েছে। চিকিত্সা দলের সম্মুখীন সর্বোচ্চ সমস্যা হচ্ছে ভাষা সমস্যা। তবে আমাদের চিকিত্সা দলের সকল সদস্যরা পোর্তুগীজ ভাষা শেখার চেষ্টা করেছেন। এভাবেই স্থানীয় অধিবাসীদের সাথে যোগাযোগ করতে সুবিধা হয়।"

সাক্ষাত্কার শেষ হওয়ার আগে রাষ্ট্রদূত হুয়াং সুং ফু বলেন:

" আফ্রিকার প্রতি আমাদের সহায়তা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি পারস্পরিক সাহায্য প্রদান করা। চীন ও মোজাম্বিকের পারস্পরিক কল্যাণমূলক দিক রয়েছে। পরিপূরকতা প্রবল। আমরা চীনা শিল্পপ্রতিষ্ঠানকে মোজাম্বিকে পুঁজি বিনিয়োগ করায় উত্সাহ দেই। আমি মনে করি, দু'পক্ষের পারস্পরিক কল্যাণ বাস্তবায়নের জন্য দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা উচিত। চীন ও মোজাম্বিকের সহযোগিতা ও উন্নয়নের দুয়ার উন্মুক্ত।"---ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040