Web bengali.cri.cn   
থাইল্যান্ডের সঙ্গে চুহাই'র বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছে
  2010-09-22 19:36:02  cri

চীন ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতার ও চীনের কুয়াং তুং প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে 'সি আর আই'র থাইল্যান্ডের সাংবাদিকদের কুয়াং তুং সফর' সংক্রান্ত একটি সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়। তাদের দায়িত্ব হচ্ছে থাইল্যান্ড ও আসিয়ানের সঙ্গে কুয়াং তুং প্রদেশের বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতার খবর প্রচার করা।

চীনের কুয়াং তুং প্রদেশের চুহাই শহরের উপ-মেয়র ছেন হুং হুই ১৮ সেপ্টেম্বর বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আর্থ-বাণিজ্যিক, পর্যটন ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে চুহাই ও থাইল্যান্ডের সহযোগিতা আরো বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছে।

তিনি 'সি আর আই'র থাই সাংবাদিকদের কুয়াং তুং সফরের' অভিজ্ঞতা সংবাদদাতাকে অবহিত করে বলেন, ২০০৯ সালে চুহাই ও থাইল্যান্ডের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৬৭ কোটি মার্কিন ডলার। এর মধ্যে থাইল্যান্ডের কাছে চুহাই'র রপ্তানির পরিমাণ ছিল ৫.২ কোটি মার্কিন ডলার এবং আমদানির পরিমাণ ছিল ৬১.৯ কোটি মার্কিন ডলার। বর্তমানে থাইল্যান্ড হচ্ছে চুহাই অধিবাসীদের মনে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। ২০১০ সালের প্রথম ছ'মাসে থাইল্যান্ডে চুহাই পর্যটন সংস্থার উদ্যোগে সকল পর্যটকেরসংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে ।

উল্লেখ্য, চুহাই শহর যে সবুজ , সভ্যতা ও অবিরাম উন্নয়ন পথে অবিচলভাবে এগিয়ে চলেছে সে ধারণা ও বাস্তবতা সকল সংবাদদাতার মনে গভীর ছাপ ফেলেছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040