Web bengali.cri.cn   
চীন-সৌদী আরব তরুণ-তরুণী মৈত্রী সফর তত্পরতা পেইচিংয়ে শুরু
  2010-09-22 19:36:21  cri

চীন-সৌদী আরব তরুণ-তরুণী মৈত্রী সফর কর্মসূচী ১৮ সেপ্টেম্বর পেইচিংয়ের বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। সৌদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক ও সংস্কৃতি বিষয়ক উপ-মন্ত্রীর নেতৃত্বাধীন সৌদী আরবের এক তরুণ-তরুণী প্রতিনিধি দল এবং এক শ'রও বেশি চীনা তরুণ-তরুণী ছাত্রছাত্রী প্রতিনিধি দল যৌথভাবে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পেইচিং বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছেন ইয়ু লু উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, চীন ও সৌদী আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী উপলক্ষে এবারের মৈত্রী সফর কর্মসূচী আয়োজন করা হয়েছে। এ সফর শুধু যে দু'দেশের তরুণ-তরুণীদের পারস্পরিক সমঝোতা ত্বরান্বিত ও দু'পক্ষের মৈত্রী গভীর করার একটি উপযুক্ত সুযোগ সৃষ্টি করেছে তা নয়, এটা চীন ও সৌদী আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ । এবারের কর্মসূচীর মাধ্যমে দু'দেশের তরুণ-তরুণীরা দু'দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদী। সৌদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক ও সংস্কৃতি বিষয়ক উপ-মন্ত্রীও, দু'দেশের তরুণ-তরুণীদের এবারের কর্মসূচীর মাধ্যমে পারস্পরিক সমঝোতা ত্বরান্বিত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। যা ভবিষ্যতে দু'দেশের সম্পর্ক আরো বেশি উন্নয়নে সক্ষম হবে।

জানা গেছে, চীন ও সৌদী আরবের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীসংক্রান্ত উদযাপনী অনুষ্ঠানের একটি অংশ হিসেবে চীনের নিখিল তরুণ-তরুণী ফেডারেশনের আমন্ত্রণে সৌদী আরব প্রতিনিধি দল ১৭ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করবেন। সফরকালে প্রতিনিধি দল চীনের শান সি প্রদেশের সি আন ও শাংহাইসহ বিভিন্ন শহরে যাবেন এবং চীনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যাপকভাবে বিনিময় ও আলোচনা করবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040