|
যুক্তরাষ্ট্রের কেনিডি সেন্টারে আন্তর্জাতিক বিশেষ শিল্পকলা উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রতিবন্ধী শিল্পী দলের সদস্যরা তাদের প্রতিনিধিত্বকারী নাচ 'হাজার হাতের বৌদ্ধ' অভিনয় করেছে । এটা যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য চীনের প্রতিবন্ধী শিল্পীদের উপহার। শিল্পী দলের নেত্রী থাই লি হুয়া ও দলের বিশ-বাইশজন সদস্য এ নৃত্য পরিবেশন করেন। বিশ-বাইশজন অভিনেত্রীর এ নামকরা নৃত্য দেখে উপস্থিত সকল দর্শক মুগ্ধ হন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিশেষ শিল্পকলা সমিতির ভাইস চেয়ারম্যান এলেনা উইদার বলেন , আমি প্রথমবার এ নৃত্য ইন্টারনেটে উপভোগ করেছি। এর আগে আমি চীনের এ প্রতিবন্ধী শিল্পী দলের কথা শুনেছি, ইন্টারনেটে তাদের নৃত্য দেখে আমি এ দলকে শিল্পকলা উত্সবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। এ দল আমাদের আমন্ত্রণ করা প্রথম বিদেশী দল । তাদের অভিনয় আমাদের মনে গভীর ছাপ ফেলেছে। তাদের চমত্কার শৈল্পিক নৈপুণ্যতা ও শৃঙ্খলা সত্যিই প্রশংসার যোগ্য। আমরা আরেকবার তাদের আমন্ত্রণ জানানোর আশা রাখি ।
আন্তর্জাতিক বিশেষ শিল্পকলা উত্সব প্রতিবন্ধীদের সবচেয়ে বড় আন্তর্জাতিক শিল্পকলা উত্সব, প্রতি পাঁচ বছরে একবার আয়োজন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী এ উত্সবের সম্মানিক চেয়ারম্যান।
চীনের প্রতিবন্ধী শিল্পী দলের নেতা থাই লি হুয়া মনে করেন , চীনের প্রতিবন্ধী শিল্পী দল যে এমন এক বড় মঞ্চে পরিবেশনার সুযোগ পেয়েছে, তাতে প্রমাণিত হয়েছে যে , চীনের প্রতিবন্ধীদের অভিনয়ের মান আগের চেয়ে উন্নত হচ্ছে এবং চীনের প্রতিবন্ধী কাজের উন্নয়ন দ্রুত। থাই লি হুয়া আরো বলেন , চীনের প্রতিবন্ধী শিল্পী দল একটি অপেশাদার শিল্পী দল ছিল , ২০০২ সালে এ শিল্পী দল পেশাদার শিল্পী দলে পরিণত হয়ে সমাজে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে শুরু করে। এখন চীনের প্রতিবন্ধী শিল্পী দলে অনেক অভিজ্ঞ শিল্পী রয়েছে। শিল্পী হিসেবে থাই লি হুয়া ও তার দলের সদস্যরা শিল্পকলার বিনিময়ের ভূমিকা সম্পর্কে নিজের বিশেষ অনুভূতি ও উপলব্ধি রয়েছে। ২০০২ সাল থেকে চীনের প্রতিবন্ধী শিল্পী দল বিশ্বের মোট ৬০টিরও বেশি দেশ সফর করেছে। থাই লি হুয়ার মতে, শিল্পকলা ও ভালোবাসা বিভিন্ন দেশের মানুষের মধ্যে এবং সুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে বিনিময়ের সেতু তৈরী করতে পারে । থাই লি হুয়া বলেন, শিল্পকলার কোনো রাষ্ট্রীয় পরিসীমা নেই। সুস্থ মানুষ হোক , প্রতিবন্ধী মানুষ হোক , যে কোনো রংয়ের চামড়া বা ভাষার মানুষ হোক বিশ্বের সব দেশের সংস্কৃতি ও শিল্পকলার উদ্দেশ্য একই । তাছাড়া , ভালোবাসার কোনো সীমা নেই, ভালোবাসা আমাদের বিশ্বকে আরো সৌহার্দ্যময় ও সুষম করে তুলবে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিশেষ শিল্পকলা সমিতির ভাইস চেয়ারম্যান এলেনা উইদার এ ক্ষেত্রে একই মত পোষণ করেন। তিনি বলেন, শিল্পকলা আমাদের একটি অভিন্ন ভাষা এবং সবাইকে মুগ্ধ করতে পারে। আমরা চীনের প্রতিবন্ধী শিল্পীদের অভিনয় উপভোগ করার সময় চীনের সংস্কৃতি অনুভব করতে পেরেছি । এ ধরনের অভিনয় বিভিন্ন দেশের সাংস্কৃতিক বিনিময়ের জন্য সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে । শুধু চীন ও যুক্তরাষ্ট্র নয় , আইসল্যান্ড, জিম্বাবুয়ে ও উগান্দাসহ অনেক দেশের শিল্পীরাও এ আন্তর্জাতিক বিশেষ শিল্পকলা উত্সবে অংশ নিয়েছেন।
চীনের প্রতিবন্ধী শিল্পী দল মোট দশবার যুক্তরাষ্ট্র সফর করেছে। এবার শিল্পী দলটি বিশেষ শিল্পকলা উত্সবে অংশ নেয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের নিউইয়র্ক , ফিলাদেলফিয়া ও বোস্টন শহর সফর করেছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে। চীনের প্রতিবন্ধী শিল্পী দল শাংহাই বিশ্বমেলায় 'আমার স্বপ্ন' নামে একটি নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এতে গান , নাচ , চীনের ঐতিহ্যিক বাদ্যযন্ত্র বাজানো ও চীনা অপেরা ইত্যাদি রয়েছে। তারা এ নতুন অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দর্শকদের চাহিদা মেটানোর জন্য শিল্পী দল তাদের অনুষ্ঠানে কিছু মার্কিন উপাদান যোগ দিয়েছে। থাই লি হুয়া বলেন , ' আমার স্বপ্ন' নামক অনুষ্ঠানটি আমরা শাংহাই বিশ্বমেলায় বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের সম্মুখে পরিবেশন করেছি। এবার যুক্তরাষ্ট্রে আমরা মার্কিন দর্শকদের প্রিয় গান , বাজনা ও ব্যালে নৃত্য সংযোজন করেছি। আশা করি , আমাদের অনুষ্ঠান তাদের পছন্দ হবে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |