Web bengali.cri.cn   
জীবন যেন একটি সুপ্ত বীজ
  2010-09-17 18:47:24  cri

একটি তরুণ মাঝে মাঝেই বুড়ো বুড়িদের অবহেলার চোখে দেখে।

একদিন এ তরুণটি তাঁর বাবার সাথে পার্কে বেড়াতে যায়। এসময় তরুণটি বাগান থেকে একটি টকট সতেজ ফুল তুলে নিয়ে বাবাকে দেখিয়ে তার কাছে জিজ্ঞেস করলো "বাবা, আমরা তরুণ-তরুণী ঠিক যেন এই সতেজ ফুলের মতো। আমাদের জীবনটা ফুলের মতই রঙয়ে ভরা সজীব সতেজ। কিন্তু তোমরা বৃদ্ধ-বৃদ্ধারা কীভাবে আমাদের মত তরুণ-তরুণীদের সাথে তুলনা করবে?"

বাবা ছেলের কথা শোনার পর একটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় এক বাক্স আখরোট কিনে তার ভেতর থেকে একটি আখরোট নিয়ে তরুণটিকে বললো " হে সন্তান, তোমার কথা ঠিকই আছে। যদি তুমি ফুল, তাহলে আমি হবো একটি শুস্ক ফল । তবে বাস্তবতা হলো এই যে, ফুল নিজের জীবনকে সুন্দর করে ফুলের মতই রাখতে পছন্দ করে। তবে ফল নিজের জীবনকে সুপ্ত বীজ হিসেবে রাখতে পছন্দ করে।

এ কথা শুনে তরুণটি আবার বললো "কিন্তু ফুল ছাড়া ফল সৃষ্টি হয় কীভাবে?"

বাবা হাসির মুখে বললেন "হ্যাঁ, সকল ফলই একসময় ফুল ছিল। তবে সকল ফুলের ফলে পরিণত হওয়া হতে সম্ভব নয়"।

বন্ধুরা, এ গল্প থেকে আমরা কি শিখেছি? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি যে, সব ফুলই ফলে পরিণত হতে পারে না। যথাসাধ্য প্রচেষ্টা চালালে পরই মানুষ দেশের গুরুত্বপূর্ণ প্রযুক্তিবিদ অর্থাত কাজের মানুষ হতে পারেন। --ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040