ম্যাকাও পর্যটন ও সংস্কৃতি ক্ষেত্রে তাইওয়ানের সঙ্গে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক
ম্যাকাওয়ের সামাজিক ও সাংস্কৃতিক কার্যালয়ের পরিচালক চাং ইউ ৩ সেপ্টেম্বর তাইপেইয়ে বলেছেন, ম্যাকাও পর্যটন ও সংস্কৃতি ক্ষেত্রে তাইওয়ানের সঙ্গে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা চালাতে ইচ্ছুক।
চাং ইউ "তাই পেইয়ের ম্যাকাও সপ্তাহ কর্মসূচীর" উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বলেন, সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রে ম্যাকাও ও তাইওয়ানের মধ্যে সুষ্ঠু সম্পর্কও রয়েছে। তাইওয়ানের পর্যটন শিল্প ও ম্যাকাওয়ের মধ্যে স্থায়ীভাবে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। দু'পক্ষ বরাবরই খোলা মন নিয়ে পরস্পরকে সমর্থন এবং অভিন্ন উন্নয়ন খুঁজে বের করে আসছে। চলতি বছরের মার্চ মাসে ম্যাকাও প্রশাসক তাঁর প্রশাসনিক রিপোর্টে স্পষ্টভাবেই উত্থাপন করেছেন যে, ম্যাকাও বিশেষ অঞ্চলের সরকার সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্রে তাইওয়ানের সঙ্গে ম্যাকাওয়ের বিনিময় ও সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে এবং দু'পক্ষের সম্পর্কের সুষ্ঠু ও স্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করবে।
জানা গেছে, গত বছর তাইওয়ানের প্রায় ১৩ লাখ পর্যটক ম্যাকাও ভ্রমণ করেন। চলতি বছরের প্রথম ৭ মাসে গত বছরের একই সময়ের তুলনায় তাইওয়ানের পর্যটকের সংখ্যা প্রায় ৫শতাংশ বেড়েছে। (লিলি)