"নতুন থাই আন শহর এবং নতুন অভিজ্ঞতা" প্রতিপাদ্য নিয়ে ২৪তম থাই শান পাহাড় আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক পর্বতারোহী দিবস ৫ সেপ্টেম্বর চীনের শান তোং প্রদেশের থাই আন শহরে শুরু হয়েছে।
এবারের পর্বতারোহী দিবসের লক্ষ্য হলো "শক্তশালী অর্থনৈতিক ও সাংস্কৃতিক শহর নির্মাণ এবং আন্তর্জাতিক প্রসিদ্ধ পর্যটন শহরে পরিণত করা"। এবারের এ দিবসে থাই শান পাহাড় ও ফুজি পাহাড় সম্পর্কিত চীন ও জাপানের তৃতীয় বন্ধুত্বপূর্ণ দিবস, ২০১০ সালে চীনের থাই আন পুঁজি বিনিয়োগের সহযোগিতা সম্পর্কিত আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠান, ১৫তম দেশব্যাপী থাই শান পর্বতারোহীন প্রতিযোগিতাসহ মোট ৫টি কর্মসূচীর আয়োজন করা হয়।
থাই শান আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক পর্বতারোহী দিবস বছরে একবার আয়োজন করা হয় এবং এটি হচ্ছে থাই আন শহরের গুরুত্বপূর্ণ দিবস। ১৯৮৭ সাল থেকে সাফল্যের সঙ্গে এ দিবসটির আয়োজন হয়ে আসছে। (লিলি)