Web bengali.cri.cn   
মুরগী কাটার সময় কশাই'র চাপাতির দরকার নেই
  2010-09-03 14:12:47  cri
'মুরগী কাটার সময় কশাই'র চাপাতির দরকার নেই' এই প্রবাদ 'লুন ইউ-এর ইয়াং হুও' বই থেকে নেয়া হয়েছে। মুরগী অনেক ছোট এবং তার তুলনায় গরু পাহাড় সম। তাই গরু কাটার ছুরি মুরগী কাটার ছুরির চেয়ে অনেক বড়। ''মুরগী কাটার সময় কশাই'র চাপাতির দরকার নেই' এ প্রবাদের অর্থ হলো খুব ছো্ট কাজ করার জন্য খুব বড় কিছু করার প্রয়োজন নেই। উপমা হিসেবে আরো বলা যায় যে, কম শক্তির কাজ করার সময় বেশি শক্তি ব্যয় করার দারকার নেই।

দু'হাজারেরও বেশি বছর আগের বসন্ত ও শরতকালে চি ইউ নামে কনফুসিয়াসের একজন ছাত্র উ ছেং নামে একটি ছোট জেলায় আঞ্চলিক কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেন। কারণ, কনফুসিয়াস শিষ্টাচার ও সঙ্গীতের মাধ্যমে মানুষকে শিক্ষাদান করতে সুদক্ষ, তাই চি ইউ একই ধরণের পদ্ধতিতে উ ছেং জেলার নাগরিকদেরকে অজ্ঞতা দূর করার করার সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন, এভাবে কিছু কালের মধ্যেই উ ছেং জেলার প্রশাসন অবশ্যই স্থিতিশীল হওয়ার পাশাপাশি জনগণের জীবনও সমৃদ্ধ হবে। চি ইউ'র নেতৃত্বে উ ছেং জেলার নাগরিকরা যন্ত্র সংগীতের সাথে ও কন্ঠ সংগীতও শিখে এবং ইতিহাস সম্পর্কিত বই পড়তে শুরু করে। অচিরেই উ ছেং জেলার সবখানে যন্ত্র সংগীতের সুর ও বই পড়ার শব্দ শোনা যায়।

একদিনে কনফুসিয়াস উ ছেং আসেন। তিনি জেলায় সঙ্গীতের সুর ও বই পড়ার শব্দ শুনেন। তিনি জানেন, নিজের ছাত্র চে ইউ এ কাজ করেছেন। চি ইউকে পরীক্ষা করার জন্য কনফুসিয়াস ইচ্ছাকৃতভাবে বলেন, মুরগী কাটার সময় কেন কশাই'র চাপাতি ব্যবহার করা হয়? উ ছেং-এর মতো এতো ছোট ও প্রত্যন্ত একটি জেলা পরিচালনার সময় তুমি কেন শিষ্টাচার ও সঙ্গীতের মাধ্যমে মানুষকে জ্ঞান দান করছো?

কনফুসিয়াসের কথা শোনার পর চে ইউ অনেক আন্তরিকভাবে বলেন, আমি আগে আপনার কাছে শুনেছি, মানুষ শিষ্টাচার ও সঙ্গীত শিখলে দয়ালু মন অর্জন করতে এবং পরস্পরকে ভালোবাসতে পারবে। এটা দেশ পরিচালনার জন্য অনুকূল হবে। এখন জেলার নাগরিকরা যে সম্প্রীতিতে বসবাস করছেন এটাই আমার নীতি প্রণয়নের লক্ষ্য।

কনফুসিয়াস চি ইউ'র কথা শুনে অনেক আনন্দিত হলেন। তিনি চি ইউ'র সত্যিকার শিষ্টাচার ও সঙ্গীতের মর্মের প্রয়োগের প্রশংসা করেন। চি ইউ'র পরিচালনায় উ ছেং জেলার নাগরিকরা সবসময় আরামে বসবাস করেছেন।

এখানে কনফুসিয়াসের কাছে ছোট জেলার নাগরিকদের জ্ঞান দান করা একটি ছোট ব্যাপার নয়। আসলে তিনি চি ইউকে পরীক্ষা করতে চেয়েছিলেন। কনফুসিয়াস সমাজের বিভিন্ন পর্যায়ের লোকের শিক্ষার ওপর গুরুত্ব দেন। তাঁর কাছে আদর্শ হলো যারা শিখতে আগ্রহী তাদেরকে শিক্ষা দেয়া উচিত্। কনফুসিয়াস হচ্ছেন চীনের ইতিহাসে ব্যক্তিগত পর্যায়ে শিক্ষাদান চালু করা প্রথম ব্যক্তি। তিনি শুধুমাত্র উচ্চবংশজাত পরিবারের শিক্ষা পাওয়ার এক তরফা অবস্থাকে ভেঙ্গে দিয়েছেন। (লিলি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040