|
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে সমবেত সঙ্গীত শুনছেন তা হচ্ছে ব্রিভ পৌর সরকারের একটি ছোট মহাচত্বরে ইন ছুয়ান শহরের মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের একটি গণ কল্যাণমূলক পরিবেশনা। তারা আমন্ত্রিত হয়ে সেখানে অনুষ্ঠিত ২৭তম ব্রিভ আন্তর্জাতিক তরুণ-তরুণী সঙ্গীত দিবসে অংশ নিয়েছে।
ব্রিভ আন্তর্জাতিক তরুণ সঙ্গীত দিবস ইউরোপীয় ইউনিয়ন ইউথ অর্কেস্ট্রা, ফ্রান্সের সঙ্গীত কলেজের ছাত্র-ছাত্রীদের বাবা-মা'র দেশব্যাপী ফেডারেশন এবং ফ্রান্সের ব্রিভ শহরের সরকারের যৌথ উদ্যোগে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর একবার করে এখানে আয়োজিত সঙ্গীত দিবসটি বিশ্বের বিভিন্ন দেশের তরুণ-তরুণী সঙ্গীতানুরাগীদের মহাসম্মিলনীতে পরিণত হয়।
প্রতি বছরের আগস্ট মাসে বিশ্বের প্রায় ৫০টি দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী সঙ্গীতানুরাগী এখানে সমবেত হন। প্রতিদিন সকালে তারা স্থানীয় বিখ্যাত সঙ্গীত শিক্ষকের প্রশিক্ষণে মহড়া করেন এবং সিম্ফোনির আকর্ষণীয় শক্তি উপলব্ধি করেন। প্রতিদিন বিকেলে তারা স্থানীয় গির্জা বা রাস্তায় গণ-কল্যাণমূলক সংঙ্গীত পরিবেশন করেন। চলতি বছরের সঙ্গীত দিবসে অংশগ্রহণকারী চীন পক্ষের শিক্ষক জানিয়েছেন, ইন ছুয়ান শহরের দু'টি মাধ্যমিক স্কুলের ৫৩ জন তরুণ-তরুণীর মধ্যে সঙ্গীত স্কুলে সঙ্গীত শেখার জন্য পেশাগত ছাত্রছাত্রী ছাড়া আরো রয়েছে সাধারণ মাধ্যমিক স্কুলের সঙ্গীতানুরাগী ছাত্রছাত্রী। আরো ভালোভাবে চীনের সঙ্গীতকে ফুটিয়ে তোলার জন্য অবসর তারা সময় বহুবার মহড়া করেছে। তিনি আরো বলেন,
"আমরা প্রতিদিন ছুটির পুরোটা সময়ই মহড়া করি। ছাত্রছাত্রীদের সাথে থাকায় আমি আনন্দিত।"
ব্রিভ আন্তর্জাতিক সঙ্গীত দিবসের সঙ্গে চীনা তরুণ-তরুণীদের সম্পর্ক ১৯৯৬ সালে গড়ে উঠেছে। সঙ্গীত দিবসটির প্রবর্তক সাইমন এ ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। তিনি বরাবরই সঙ্গীতের উন্নয়নে ঝাঁপিয়ে পড়েন। চীনের সংস্কৃতির প্রতি সমঝোতা গভীরতর হওয়ার পাশাপাশি ১৯৯৪ সালে সিমোনে ফ্রান্সের সাংস্কৃতিক দূত হিসেবে চীন সফর করেন। তিনি চীনের উপজাতীয় সংস্কৃতি বিনিময় সমিতির সঙ্গে 'চীন ও ফ্রান্সের বিনিময় চুক্তিতে'স্বাক্ষর করেন। দু'বছর পর তাঁর সাহায্যে চীনের তরুণ-তরুণীরা প্রথমবারের মতো ব্রিভ-এ যান। এ প্রসঙ্গে সিমোন বলেন,
"ব্রিভ আন্তর্জাতিক সঙ্গীত দিবসে অংশ নেয়ার জন্য চীনা তরুণ-তরুণীদেরকে আমন্ত্রণ জানানোয় আমি অনেক আনন্দিত। তাদের অংশগ্রহণের ফলে ব্রিভ সঙ্গীত দিবস শুধুমাত্র ইউরোপের একটি মহাসম্মিলনী ছাড়াও, এটি একটি আন্তর্জাতিক সঙ্গীত দিবসে পরিণত হয়েছে।"
তখন থেকেই প্রায় প্রতিবার ব্রিভ সঙ্গীত দিবসে চীনা তরুণ-তরুণীরা অংশ নিচ্ছে। তাঁদের বয়ে আনা চীনের ঐতিহ্যবাহী লোক সঙ্গীত, নৃত্য ও উচ্চ পরিবেশনার সঙ্গীত শৈলী দর্শকদেরকে মুগ্ধ করেছে। চীনা তরুণ-তরুণীদের চমত্কার পরিবেশনা সঙ্গীত দিবসের পরিচালক ভিনসেন্ট থমাসের মনে গভীর ছাপ ফেলেছে। তিনি বলেন,
"কয়েকদিন আগে একটি ছোট গির্জায় আমি চীনের তরুণদের উল্লাস ক্লাবের পরিবেশনা শুনেছি। এটি সত্যিই একটি চমত্কার স্মৃতি।"
যদিও ফ্রান্সের মধ্যাঞ্চলের জেলায় বসবাসকারীরা চীনের সঙ্গে সত্যিকারভাবে পরিচিত নন, তবুও এ সঙ্গীত দিবসের মাধ্যমে তাঁরা সত্যিকরভাবেই চীনের ঐতিহ্যবাহী লোক সঙ্গীত উপলব্ধি করেছেন। পরিবেশনা উপভোগের পর একজন ফরাসী দর্শক আবাগাক্রান্তের সঙ্গে বলেন,
"পরিবেশনা দেখার পর আমি কাঁন্না চেপে রাখতে পারি নি। আমি আন্তরিকতার সাথে বলতে চাই যে, তাদের পরিবেশনা ছিল অত্যন্ত চমত্কার। " (লিলি)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |