চীনের সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং কৃষি ব্যাংক ২৬ আগস্ট পেইচিংয়ে সার্বিক কৌশলগত সহযোগিতা শুরু সম্পর্কিত এক অনুষ্ঠানের আয়োজন করে। এ সহযোগিতার অধীনে কৃষি ব্যাংক সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাংস্কৃতিক শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা প্রদান করবে। কৃষি ব্যাংক ইন্টারনেট ব্যবস্থা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের শ্রেষ্ঠ সাংস্কৃতিক শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সার্বিক, উচ্চ ও ভালো আর্থিক সেবা দেবে।
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী কাও শু শুন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, মন্ত্রণালয় ও ব্যাংকের মধ্যে সহযোগিতা ব্যবস্থার গঠন কার্যকরভাবে সাংস্কৃতিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঋণ নেয়া সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি করা হলো। এটি অবশ্যই সাংস্কৃতিক শিল্পের উন্নয়নকে ত্বরান্তিত করার জন্য আরো সক্রিয় ভূমিকা পালন করবে।
চীন এখন সাংস্কৃতিক শিল্পের উন্নয়নকে সমর্থন করছে এবং কয়েকটি সমর্থনের নীতিও জারি করছে। চলতি বছরের মার্চ মাসে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও পাঁচটি ব্যাংকের মধ্যে সহযোগিতার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। জুন মাস পর্যন্ত ৩০টিরও বেশি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক শিল্পের প্রকল্প সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতার সম্পর্ক স্থাপনকারী ব্যাংকের ঋণ পেয়েছে। (লিলি)