শাংহাই বিশ্বমেলার পাঁচ দিনব্যাপী 'তিব্বত সপ্তাহ' কর্মকান্ড পয়লা সেপ্টেম্বর শুরু হয়েছে। 'তিব্বত সপ্তাহ' চলাকালে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নানা দিক থেকে তিব্বতের সংস্কৃতি তুলে ধরা হবে।
জানা গেছে, তিব্বতের স্বতন্ত্র সংস্কৃতি প্রদর্শনের জন্য উদ্যোক্তারা বিশেষভাবে তিব্বতের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের কর্মসূচী রেখেছেন। তিব্বতী জাতির থাংকা, ঐতিহ্যবাহী ক্রীড়া ও খাবারসহ চীনের জাতীয় পর্যায়ের ও তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের আঞ্চলিক পর্যায়ের অবৈষয়িক ঐতিহ্য বিশ্বমেলায় মানুষের সঙ্গে পরিচিত হবে এ দিবস চলাকালে।
২০০৫ সালে তিব্বতের বৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ প্রকল্প শুরু হওয়ার পর থেকে তিব্বতের শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আরো কার্যকরভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। ২০০৯ সালে তিব্বতের তিব্বত অপেরা ও কেসার সাফল্যের সঙ্গে ইউনেস্কোর "মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী তালিকায়" অন্তর্ভূক্ত হয়েছে। (লিলি)