Web bengali.cri.cn   
কে হচ্ছে পাখির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাখি?
  2010-08-27 20:39:05  cri
একদিন একটি ছোট্ট সোনালী অরিয়ল সকল পাখির কাছে প্রস্তাব দিলো, " আমাদের উচিত ভীষণ সাহসি একজন রাজা নির্বাচন করে আমাদের নেতৃত্ব তার কাছে তুলে দেয়া। তাহলে কে হবে পাখির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাখি ? আমরা তাঁকে নির্বাচিত করে রাজার দায়িত্ব প্রদান করবো।

সকল পাখি এ প্রস্তাবের রাজি হলো। রাজার পদের দায়িত্ব সবাই গ্রহণ করতে চায় ময়ুর প্রথমেই কথা বললো " আপনারা আমাকে রাজার পদে নির্বাচন করেন। কারণ আমার পালক সবচেয়ে সুন্দর!"

কথা বলতে বলতে ময়ুর অহংকার সহকারে তার ঐ সুন্দর পালক প্রদর্শন করলো।

এ সময় তোতা পাখি বলে উঠলো "এতো সুন্দর পাখি আমাদের রাজার পদের দায়িত্ব গ্রহণ করলে এটি নিশ্চয় একটি অহংকারের ব্যাপার বলে মনে হবে। তাহলে আমরা ময়ুরকে আমাদের রাজা হিসেবে নির্বাচন করতে পারি"।

ময়ুরের কথা শুনে চরুই পাখি কিছুতেই রাজি হলো না। সে বললো " হ্যাঁ, ময়ুর সত্যি আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর পাখি। তবে আমার মতো খুবই ছোট ও দুর্বল পাখি হামলার শিকার হলে তার কি আমাদেরকে রক্ষার শক্তি আছে? আমি মনে করি, বিপদে পড়লে যে আমাদের উদ্ধারে সাহায্য করতে পারবে তাকেই আমাদের রাজা হিসেবে নির্বাচন করা উচিত"। তাই নয় কি?

চরুইর কথা শুনে সকল পাখি রাজি হলো সাহসী রাজা নির্বাচন করতে।

অবশেষে সব পাখি যার যার ভোট দিয়ে সবচেয়ে শক্তিশালী ও দুর্ধর্ষ ঈগলকে সকল পাখির রাজা হিসেবে নির্বাচন করলো।

বন্ধুরা, এ গল্প থেকে আপনারা কী শিখতে পারলেন? আসলে আমরা সবাই জানি যে, সামর্থ্য হচ্ছে বিজয়ী হওয়ার প্রয়োজনীয় নিশ্চয়তা। অন্যদের স্বীকৃতি পাওয়ার জন্য অব্যাহতভাবে নিজের শক্তি ও সামর্থ্য উন্নয়ন করা হচ্ছে সফলতার পথের শুধু মাত্র একটি কার্যকর উপায়। এর কোন বিকল্প নেই। --ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040