Web bengali.cri.cn   
কনফুসিয়াস ইন্সটিটিউটের শিক্ষাদান ব্যবস্থা পূর্ণাঙ্গ হচ্ছে
  2010-08-27 20:33:07  cri

কনফুসিয়াস ইন্সটিটিউটের তিনদিনব্যাপী চতুর্থ সম্মেলন সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বে চীনা ভাষা শেখার আগ্রহ অব্যাহতভাবে বাড়ার প্রেক্ষাপটে কনফুসিয়াস ইন্সটিটিউটের একজন কর্মকর্তা এবারের সম্মেলনে বলেন, চীনা ভাষা শেখার আন্তর্জাতিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষাদানের মান উন্নয়নের জন্য কনফুসিয়াস ইন্সটিটিউট তার প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাবে।

কনফুসিয়াস ইন্সটিটিউট হচ্ছে বিদেশে চীন সরকারের চীনা ভাষা শিক্ষার ব্যবস্থা, চীনা ভাষার শিক্ষক প্রশিক্ষণ এবং চীনা সংস্কৃতিকে তুলে ধরার একটি শিক্ষামূলক সংস্থা। ২০০৪ সালে দক্ষিণ কোরিয়ায় প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট চালু হওয়ার পর কনফুসিয়াস ইন্সটিটিউট ইতোমধ্যেই বিদেশে চীনা সংস্কৃতির অনুরাগীদের চীনা ভাষা শেখা এবং চীনকে জানার একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বে কনফুসিয়াস ইন্সটিটিউট এবং কনফুসিয়াস ক্লাসরুম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবারের সম্মেলনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার এবং কনফুসিয়াস ইন্সটিটিউটের সদর দফতর পরিষদের চেয়ারম্যান লিউ ইয়ান তুং বলেন,

"সারা বিশ্বে ৮৮টি দেশে ইতোমধ্যেই ২৮২টি কনফুসিয়াস ইন্সটিটিউট এবং ২৭২টি কনফুসিয়াস ক্লাসরুম চালু হয়েছে। এতে শিক্ষার্থীর সংখ্যা এখন ২ লাখ ৩০ হাজার। চলতি বছর কনফুসিয়াস ইন্সটিটিউটে ইতোমধ্যেই ৮ হাজারেরও বেশি ক্লাস হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২ হাজারেরও বেশি। একই সঙ্গে বিশ্বে আরো ৫০টি দেশের ১৬০টি শিক্ষা সংস্থা কনফুসিয়াস ইন্সটিটিউট চালুর জন্য আবেদন করেছে"।

বর্তমানে সারা বিশ্বে নিজের মাতৃভাষায় চীনা ভাষা শিক্ষার্থীর মোট সংখ্যা ৪ কোটি। তাদের চীনা ভাষা শেখার আগ্রহ অব্যাহতভাবে বাড়ার প্রেক্ষাপটে বিভিন্ন দেশে চীনা ভাষা শিক্ষকদের শিক্ষাদানের মানের আরো উন্নয়ন করা জরুরি। একজন শিক্ষক বলেন:

"বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা সত্যি চীনা ভাষা শেখা এবং চীনা সংস্কৃতি সম্পর্কে জানার অনুরাগী। তবে আমাদের বিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষকের সংখ্যা খুবই কম। এতে আমি বেশ উদ্বিগ্ন"।

এ ছাড়া কনফুসিয়াস ইন্সটিটিউটের সদর দফতর ইন্টারনেটেও কনফুসিয়াস ইন্সটিটিউট খুলেছে। একই সঙ্গে তারা চীন আন্তর্জাতিক বেতারের সহযোগিতায় রাশিয়া, জাপান ও কেনিয়াসহ বিভিন্ন দেশে ইতোমধ্যেই ১২টি বেতার কনফুসিয়ান্স ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছে। ---ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040