শুয়ো পোকা কীভাবে নদীর মধ্য দিয়ে ওই পাড়ে চলে যায়?
2010-08-19 17:07:25 cri
একবার এক মিলন মেলায় বন্ধুদের মধ্যে একজন সকলের কাছে একটি ধা ধা রাখলো। তাঁর প্রশ্নটি ছিল নদীর ওপাড়ে বসন্তকালের মতো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এবং পরিবেশ বেশ সুন্দর। ওই পাড়ে সে জীবন কাটতে চায়। তবে এ নদী তার সামনে বেশ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সেতুটিও এখান থেকে অনেক দূরে । তাহলে শুয়ো পোকাটি কীভাবে নদীর পেড়িয়ে ওই পাড়ে চলে যাবে?
এ প্রশ্ন শুনে সকল বন্ধুদের উত্তর ছিল ভিন্নতর।
বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া মাত্র শেষ করা একজন ছাত্রী বললো “সাঁতার কেটে নদী পার হতে পারে”।
একজন সম্পাদক বলেন “ নৌকার সাহায্যে ওই পাড়ে যেতে পারে”।
একজন ব্যবসায়ী বন্ধু বলেন “ অন্য জনের সাহায্যে ওই পাড়ে যেতে পারে”।
একজন আইনজীবি বন্ধু হাসির মুখে বলেন শুয়ো পোকাটি নিশ্চয় মানচিত্রের মধ্য দিয়ে ওই পাড়ে চলে যেতে পারবে”।
আসলে সকলের উত্তরই ছিল ভিন্নতর। হ্যাঁ, এটি শুধু একটি বুদ্ধির খেলার প্রশ্ন। সবাই সহজেই উত্তর দিতে পারবে বলে মনে করে। তবে সবার শেষে চুপ চাপ বসে থাকা বন্ধুর জবাব হচ্ছে শুয়ো পোকাটি প্রজাপতিতে পরিণত হয়ে উড়ে নদীর ওপার চলে গেছে।
সত্যি এটি একটি চমত্কার ব্যাপার বটে! ছোটবেলা থেকেই শুয়ো পোকাটি বহুবার বড় হওয়ার প্রচেষ্টা চালিয়ে অবশেষে সে একটি সুন্দর প্রজাপতিতে পরিণত হতে পেরেছে। সকলের ঈর্ষণীয় দৃষ্টির মাধ্যমে প্রজাপতি হয়ে সে সুন্দর ফুল ফুটে থাকা নদীর ও পাড়ে চলে যেতে পেরেছে।
আচ্ছা বন্ধুরা, এ গল্প থেকে আপনারা কি শিখেছেন? আমরা বুঝতে পেরেছি যে, অন্য কারো সাহায্যের ওপর নির্ভর না করে নিজের অক্লান্ত প্রচেষ্টার পর নিশ্চয় নিজের সুখী জীবন সৃষ্টি করা সম্ভব হয়।–ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা