
সিয়া রাজবংশ ও সাং রাজবংশের পর চৌ রাজবংশ ছিল চীনের প্রাচীনকালের তৃতীয় রাজবংশ । আনুমানিক খ্রীষ্টপুর্ব১০২৭ অব্দে চৌ রাজবংশ প্রতিষ্ঠিত হয় ।চৌ রাজবংশ ৭৭০বছর স্থায়ী ছিল । খ্রীষ্টপুর্ব ২৫৬ অব্দে ছিন রাজবংশ চৌ রাজবংশকে নিশ্চিহৃ করে ।চৌ রাজবংশ পশ্চিম চৌ রাজবংশ ও পুর্ব চৌ রাজবংশে বিভক্ত ।দেশের পুর্বাঞ্চলে চৌ রাজবংশের রাজধানীর স্থানান্তর ছিল দুই রাজত্বকালের সীমারেখা ।পুর্ব চৌ রাজবংশ বসন্ত-শরত্ যুগ আর যুদ্ধমান যুগে বিভক্ত । পশ্চিম চৌ রাজবংশের জন্ম হয় আনুমানিক খ্রীষ্টপুর্ব ১০২৭ অব্দে এবং খ্রীষ্টপুর্ব ৭৭১ অব্দে তার বিলুপ্তি ঘটে । পশ্চিম চৌ রাজবংশ স্থায়ী ছিল প্রায় ২৫৭ বছর।চৌ রাজবংশের প্রথম রাজা চৌউ রাজধানী গাওয়ে (বর্তমান শানসি প্রদেশের ছাং আন শহরের উত্তর পশ্চিম দিকে ) স্থানান্তরিত

করার পর যুক্ত বাহিনী নিয়ে সাং রাজবংশ আক্রমণ করেন এবং চৌ রাজবংশ প্রতিষ্ঠিত করেন।রাজকুমার চৌছেং শৈশবে সিংহাসনে আরোহন করেন ।বয়স কম বলে রাজশাসনের ক্ষমতা তাঁর ছিল না ।তাঁর চাচা চৌগংতান তাঁর পক্ষ থেকে রাজসভা পরিচালনা করেন।দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর চৌগংতান সৈন্যবাহিনী নিয়ে পুর্বাঞ্চলের রাজদ্রোহ দমন করেন ।অত:পর তাঁর পরিচালনায় সামরিক অভিযানে অর্জিত সাফল্য পাকাপোক্ত করার অনেকগুলো গুরুত্বপুর্ণ পদক্ষেপ নেয়া হয়। রাজা চৌছেং ও চৌখাং যত বছর সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন ,ইতিহাসে সেই সময়পর্বকে সুশৃংখলার যুগ বলে

আখ্যায়িত করা হয় । চৌ রাজত্বকালেরশাসনব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। রাজার আদেশে রাজ্যের জমি নয় ভাগে ভাগ করা হত।আট ভাগ জমি প্রজাদের মধ্যে বন্টন করা হত ।বাকী এক ভাগ জমিও প্রজাদের চাষ করতে দেয়া হত তবে উত্পন্ন্ শস্য রাজভান্ডারে জমা দিতে হত ।রাজপরিবার ও

1 2