Web bengali.cri.cn   
চীন ও আসিয়ানের শিক্ষা বিনিময় সহযোগিতা এখন আরো বেশি উচ্চ পর্যায়ে
  2010-08-16 09:48:31  cri

বর্তমানে চীনে অধ্যায়নরত আসিয়ানের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের সংখ্যা ৪০ হাজারেরও বেশি। আসিয়ানে অধ্যায়নরত চীনা ছাত্রছাত্রীদের সংখ্যাও এক হাজারেরও বেশি। আসিয়ানের বিভিন্ন দেশে চীনের স্থাপিত কনফুসিয়াস ইন্সটিটিউটের সংখ্যা ২১ এবং কনফুসিয়াস ক্লাসরুমের সংখ্যা ১৪টি। বহু বিনিময় পদ্ধতি কেবল যে দু'পক্ষের পরস্পরের ঐতিহাসিক সংস্কৃতি, আইন ও আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে উচ্চ গুণগত মানের প্রযুক্তিবিদ প্রশিক্ষণের জন্য সহায়ক হবে তা নয়, তা দু'পক্ষের জনমতের ভিত্তি বাস্তবায়ন করার জন্যও সহায়ক হবে বলে মনে করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শিক্ষা এবং বিনিময় ও সহযোগিতা বিভাগের মহাপরিচালক চাং সিউ ছিন বলেন, শিক্ষা ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা খুবই প্রয়োজন। এ সম্পর্কে তিনি বলেন:

"যে কোন একটি দেশের শিক্ষার পদ্ধতি তার নিজের বৈশিষ্ট ও সুবিধার ভেতর রয়েছে। এটি চীনের শেখা উচিত। যেমন সিঙ্গাপুরে উচ্চ পর্যায়ের প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ আন্তর্জাতিক সম্প্রদায়ে বেশ প্রচলিত। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের সঙ্গে মতৈক্য পোঁছাতে আমরা আগ্রহী।"

জানা গেছে, এবারের বিনিময় সপ্তাহের প্রধান প্রতিপাদ্য হচ্ছে "কল্যাণকর সহযোগিতায় সম্প্রীতিতে বসবাস"। চীনে আসিয়ান দেশের বিভিন্ন দেশের দূত, শিক্ষা বিশেষজ্ঞ ও পন্ডিতগণ এবং তরুণ-তরুণী ও ছাত্রছাত্রীদের প্রতিনিধিসহ মোট ৩ শ' জন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।--ওয়াং হাইমান

 


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040