Web bengali.cri.cn   
আমাদের স্কুল স্বর্গের মত
  2010-08-06 19:30:13  cri
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ সামোয়া বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশের অন্যতম। হয়তো অনেক শ্রোতা বন্ধু এ দেশ সম্পর্কে জানেন না। তবে চীন এ দেশে অনেক ভবন নির্মাণের জন্য সাহায্য করেছে। প্রাথমিক স্কুল, রাজধানী আপিয়া পার্কের ক্রীড়া ব্যবস্থা, সাঁতার কেন্দ্র, সরকারী ভবন, আদালত ভবন, নতুন পার্লামেন্ট ভবন সরকারের নতুন ভবন এবং সামোয়া হাসপাতাল, সবই চীনের সহায়তায় নির্মিত। এসব ভবন সামোয়ার জনগণের দৃষ্টিতে চীন।

আপনারা যে কন্ঠ শুনছেন, তা হল সামোয়ার ভাইটেলি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নতুন ক্লাসরুমে নতুন পাঠ শেখার কন্ঠ। তাদের পড়ার কন্ঠ যেন সুন্দর সুরের মত। তবে আপনারা কল্পনাও করতে পারবেন না যে, ছ'মাস আগেও এ স্কুলের সব ক্লাসরুম ছিল অনেক বিপদজনক। এক বছর আগে চীন সরকার সামোয়াকে সাহায্য করার জন্য বিনাপয়সায় এ স্কুলের পুনর্নিমাণ করে দিয়েছে। ছাত্রছাত্রীরা অবশেষে একটি নতুন স্কুল পেয়েছে। অস্টম শ্রেণীর ছাত্র জোসেফ ম্যামোয় বলে, এখন এটি একটি সবচেয়ে ভালো স্কুল।

আমাদের এ স্কুল চীনের অর্থায়নে নির্মিত। আমি এ নতুন স্কুলকে অনেক পছন্দ করি। এখানে মনে করি স্বর্গের মত। ভবিষ্যতেযখন বড় হবো, যদি আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া করবো, তখন আমি বলবো এ স্কুল আমার লেখাপড়া করার সবচেয়ে ভালো স্কুল। আমি চীনকে জানতে চাই, বিশেষ করে শাংহাইয়ে যেতে চাই। হয়তো ভবিষ্যতে আমি চীনের একজন প্রফেসর হতে পারবো।

আরেকটি প্রাথমিক স্কুল মাতাওতু স্কুলও চীনের অর্থায়নে নির্মিত। নতুন সেমিস্টারে ছাত্রছাত্রীদের নতুন স্কুলে লেখাপড়া নিশ্চিত করার জন্য চীনের কর্মীরা আরো দ্রুত কাজ করছে। যদিও এ জায়গার দূরত্ব অনেক, আবহাওয়া ভীষণ গরম, সাপ, পোকা, ইঁদুর ও পিপড়া তাদের জীবনে সমস্যা, এ ছাড়াও সবসময় পানি ও বিদ্যুত্ বিচ্ছিন্ন থাকার কারণে তাদের রান্না করার সমস্যা হয়। তবুও চীনের প্রকৌশলী ও কর্মীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না। চীনের প্রকৌশলী ওয়াং হুং লিন সামোয়ায় ৮ মাস ধরে আছেন। যখন তিনি সাংবাদিকের কাছে যখন সাক্ষাত্কার দেন, তখন তিনি কোনো অসন্তোষের কথা বলেন নি, তিনি শুধু পরিবারের সবাইকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন, বিশেষ করে তার ছেলের উদ্দেশ্যে তিনি বলেন :

বাবা তোমার কথা অনেক মনে পড়ে। তুমি ভালোভাবে লেখাপড়া করো এবং তোমার মা'র কথা শুনো। সামোয়ায় তোমার বাবার সব কিছুই ঠিকঠাক আছে। তোমরা আমার জন্য চিন্তা করো না। বাবা নিশ্চয়ই ভালোভাবে আমার এ কাজ করার জন্য চেষ্টা করবো। চীনের শাংহাই নির্মাণ প্রকল্প গ্রুপ ভাইটেলি প্রাথমিক স্কুলের মেরামত ও মাতাউতু প্রাথমিক স্কুলের পুনর্নির্মাণ কাজের জন্য নিয়োজিত। সামোয়ায় এ গ্রুপের নির্মিত সব প্রকল্পের কথা উল্লেখ করলে এ গ্রুপের মার্কেটিং বিভাগের ম্যানেজার শেন রুং-এর দৃষ্টিতে সবচেয়ে গর্বিত একটি প্রকল্প হল ইতোমধ্যেই নির্মিত সামোয়ার নতুন সরকারী ভবন। তিনি বলেন, এক বছর পর এ ছ'তলা ভবন সামোয়ার রাজধানীর নতুন প্রতিনিধিত্বকারী ভবনে পরিণত হবে। যদিও গত বছর সামোয়ায় নিখটার স্কেলের ৮ মাত্রার তীব্র ভূমিকম্পের ঘটনা ঘটেছে। তবুও এ গ্রুপের নির্মিত ভবনের কোনো সমস্যা হয় নি। ম্যানেজার শেন রুং বলেন:

সামোয়ার স্থানীয় "দি অবজারভার" পত্রিকা আমার একটি সাক্ষাত্কার নিয়েছে। তাদের একটি প্রশ্ন ছিল ভূমিকম্পের পর তোমাদের নির্মিত ভবনের অবস্থা কেমন? আমি উত্তরে বলেছি, আমাদের নির্মিত এই সরকারী ভবন এবং এর বিপরিত দিকে নির্মিত যুবক ও নারী কেন্দ্রের কোনো একটু ফাঁটলও ধরে নি। তারা মনে বিশ্বাস জন্মেছে যে চীন সরকারের সাহায্যে নির্মিত প্রকল্পগুলোর গুণগতমান সত্যিই ভালো। আমরাও তাদেরকে জানিয়েছি যে এ ভবনে কোনো ফাটল নেই। আমরা রিখটার স্কেলের ৮ মাত্রার ভূমিকম্প প্রতিরোধের ক্ষমতা অনুযায়ী এ ভবন নির্মাণ করছি। তারা সবাই বলে আমরা চীনারা খুব স্মার্ট, বুদ্ধিমান। চীন সরকারের সাহায্যে নির্মিত প্রকল্পের গুণগতমানের ব্যাপারে তারা অনেক আস্থাবান।

সামোয়ার অর্থ মন্ত্রণালয়ও এ নতুন সরকারী ভবনে স্থানান্তর করবে। অর্থ মন্ত্রী হোন নিকো লি হাং বলেন, ক্রমাগতভাবে আরো বেশি উচ্চ ভবন সামোয়ায় দেখা যাচ্ছে। এখানের জনগণ এবং সরকার এ জন্য খুব আনন্দিত। সামোয়া চীন সরকারের অবকাঠামো নির্মাণ ক্ষেত্রে দেয়া সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানায়। তিনি বলেন:  

আমাদের সরকারের অবকাঠামো নির্মাণ ক্ষেত্রে চীন অনেক কিছুই করেছে। সামোয়া সরকার চীন সরকারের সাহায্য এবং চীনের নির্মাণ গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানায়। আমাদের সরকার অব্যাতহভাবে চীনের সহযোগিতার প্রতি সমর্থন জানিয়ে যাবে। কারণ আমরা সবসময় চীনের অগ্রাধিকার ঋণ পাই। নির্মাণ প্রকল্পের সংখ্যা হোক বা আরো বড় উন্নয়নের দিকই হোক, চীনের সহযোগিতার অনেক সুবিধা আছে। এসব সুবিধা হলো চীনের সাড়া দেয়া অনেক দ্রুত। যখন আমাদের চাহিদা থাকে, তখন চীন খুব তাড়াতাড়ি আমাদের সে চাহিদা পূরণ সাহায্য করে। আমাদের দেশের সরকারের দিক থেকে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো এবং আন্তরিক। আমরা চীনকে অব্যাহতভাবে সহযোগিতা করতে ইচ্ছুক।

সামোয়ার রাজধানী আপিয়ার প্রতিনিধিত্বকারী ভবনের কথা উল্লেখ করলে চীনের অগ্রাধিকার ঋণের মাধ্যমে নির্মিত আদালত ভবন ও নতুন পার্লামেন্ট ভবন সামোয়ার জনগণের সবচেয়ে প্রিয়। বৈশিষ্টময় নির্মাণ শৈলিএবং সুন্দর পরিবেশ সামোয়ায় অনেক পর্যটককে ভ্রমণ করতে আকর্ষণ করেছে । চীনের থিয়ান চিন নির্মাণ প্রকল্প গ্রুপের প্রকৌশলী ছাও সুই ছুয়ান এখন তার কোম্পানীর নির্মিত এই দু'টি প্রকল্পের কাজ করছেন। এ দু'টি ভবন সামোয়ায় পর্যটকদের ভ্রমণের ভালো জায়গা হিসেবে পরিণত হয়েছে, এমন অবস্থা দেখে তিনি খুব খুশি। তিনি আমাদের সাংবাদিককে বলেন:

এটি হলো সামোয়ার সবচেয়ে নতুন ভবন। এটিও পুরো সামোয়ার প্রতিনিধিত্বকারী ভবন। এখন স্থানীয় টেলিভিশনের লোকজন সবসময় এখানে আসে, যারা বিয়ের আগে সুন্দর সুন্দর ছবি তুলতে চায়, তারাও এখানে আসে। তারা মনে করে এ নির্মাণ কাজ অনেক বৈশিষ্টপূর্ণ এবং সুন্দর।

বলা যায়, চীনের সাহায্যে নির্মিত আধুনিক এবং নতুন ভবন ইতোমধ্যেই সামোয়ার জন্য একটি নেইমকার্ড হিসেবে পরিণত হয়েছে। সামোয়ার ক্রীড়া ব্যবস্থাপনা পরিচালনা ব্যুরোর প্রথম নির্বাহী অফিসার রেভ ডঃ সিয়াওসি জি সালেসুলু খুব গর্বের সঙ্গে তার কার্যালয়ের ঠিকানা তার নেইমকার্ডে ছাপিয়েছেন। তা হলো ২০০৭ সালে সামোয়ায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গেমস আয়োজনের সময় চীনের সাহায্যে নির্মিত একটি আধুনিক সুয়িমিংপুল। সালেসুলু বলেন, এ সুয়িমিংপুল যে কোন দেশের সুয়িমিংপুলের চেয়েও ভালো। সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় সাঁতার প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাঁতার দলও খুব অবাক হয়েছে যে সামোয়ায় এত আধুনিক একটি সুয়িমিংপুল আছে। সালেসুলু বলেন:

সামোয়া জনগণ অনেক ক্রীড়া অনুরাগী। তবে আমাদের ক্রীড়া ক্ষেত্রের একটি শক্তিশালী দেশ হওয়ার তেমন বেশি সুযোগ নেই। চীন অনেক দূর থেকে আমাদের দেশে এসেছে এবং আমাদের দেশে শ্রেষ্ঠ মানের সাঁতারকুন্ড নির্মাণ করেছে। আমরা এ জন্য কৃতজ্ঞতা জানাই। তারা নিজেদের জন্য নয়, তারা অন্যান্য দেশের জনগণ এবং তাদের বন্ধুর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। তারা হয়তো সবচেয়ে ভালো ভবন নির্মাণ করতে চায় না, তবে তারা তা বাস্তবায়ন করেছে। খুব চমত্কার।

সামোয়ার সাবেক ক্রীড়া তারকা উয়ে লাকি আপেলু এ সাঁতারকুন্ডের নির্মাণের শুরু থেকে সম্পন্ন হওয়া পর্যন্ত দেখেছেন। তিনি বলেন, এই সুয়িমিংপুল নির্মাণ কাজটি হলো চীন ও সামোয়া জনগণের মৈত্রী ও সৌহর্দের প্রতীক।

চীনের কর্মীরা সামোয়ার ভাষায় কথা বলতে পারেন না। সামোয়ার কর্মীরাও চীনা ভাষা বলতে পারেন না। কর্মীরা আসলে তাদের নিজেদের ভাষা উদ্ভাবন করেছেন। তারা সময় মত খুব জটিল বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ করার জন্যও অনেক চেষ্টা করেছেন এবং তা বাস্তবায়নও করেছেন। এটা খুবই চমত্কার।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040