|
কায়রোয় চীনের সাংস্কৃতিক কেন্দ্র ও কায়রো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে "মিসর ও চীনের সম্পর্ক জোরদারের নতুন দৃষ্টিকোণ" সংক্রান্ত একটি সেমিনার ১ আগস্ট কায়রো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী মিসরের পন্ডিতগণ কীভাবে চীন ও মিসরের সম্পর্ককে এগিয়ে নেয়া যায় সে প্রসঙ্গে নিজেদের বক্তব্য প্রকাশ করেন এবং মিসরে চীন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এবারের মিসরের এ সেমিনারে অংশগ্রহণকারীরা প্রধানত ছিলেন কায়রো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের পন্ডিত। কায়রো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগ হচ্ছে মিসরের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক প্রযুক্তিবিদদের প্রশিক্ষিত করে গড়ে তোলার কেন্দ্র। এবারের আলোচনার মাধ্যমে মিসর ও চীনের সম্পর্ককে এগিয়ে নেয়ার লক্ষ্যে একটি নতুন দিক উঠে আসবে বলে অংশগ্রহণকারী পন্ডিতগণ আশাবাদ ব্যক্ত করেন। মিসর ও চীনের সম্পর্ক আরো জোরদার করার গুরুত্বের কথাও তারা পৃথক পৃথকভাবে উল্লেখ করেন। এবারের সেমিনারের উপস্থাপক কায়রো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক গবেষণা কেন্দ্রের মহাপরিচালক হুদা মিটকিস বলেন:
" এবারের সেমিনারে মিসর ও চীনের সম্পর্ক উন্নয়নের গুরুত্বকে জোরদার করার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মিসর ও চীনের মধ্যে অভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক পটভূমি রয়েছে। এ ব্যাপারে সহযোগিতা জোরদার করতে দু'পক্ষ আগ্রহী। এবারের সেমিনারে বিভিন্ন দৃষ্টিকোণের মাধ্যমে অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্র থেকে কীভাবে মিসর ও চীনের সম্পর্ক জোরদার করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে"।
সেমিনারে অংশগ্রহণকারী পন্ডিতগণ রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্র থেকে চীন ও মিসরের সম্পর্ক কীভাবে উন্নয়ন হবে সে বিষয়ে বক্তব্য প্রকাশ করেন। মিসরে চীনের দূতাবাসের কাউন্সিলার ওয়াং খে চিয়ান এবারের সেমিনারে উপস্থিত ছিলেন। তিনি পন্ডিতদের মতামত শুনে তাদের সঙ্গে আলোচনা করেন।
বিগত বছরগুলোতে চীন ও মিসরের আর্থ বাণিজ্যিক সম্পর্কের দ্রুত উন্নয়ন হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণও অবিরামভাবে বৃদ্ধি পাচ্ছে। চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে মিসরে পুঁজি বিনিয়োগ করতে উত্সাহ দিচ্ছে চীন সরকার। যাতে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা আরো গভীর করে গড়ে তোলা যায়।----ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |