চীনের সিচুয়ান প্রদেশের ইয়া আন শহরে পয়লা আগষ্ট রাত থেকে পান্ডার প্রকৃতি ও পরিবেশ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহব্যাপী এ চলচ্চিত্র প্রদর্শনীতে পান্ডা ও তার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণসহ কয়েকটি দিক নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সিন হুয়া বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, চীনের চলচ্চিত্র তথ্য জাদুঘর ও সি ছুয়ান ইয়া আন শহর সরকারের যৌথ উদ্যোগে এবারের চলচ্চিত্র সপ্তাহের আয়োজন করা হয়েছে। এর প্রধান দিক হলো প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়া এবং বন্য প্রাণীর অবস্থান সুরক্ষা করা। চলচ্চিত্র দিবসের সময় জনগণকে প্রাণী ও তার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কিত সর্বশেষ ও মজার মজার চলচ্চিত্র প্রদর্শিত হবে। সংশ্লিষ্ট চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও, এবারের চলচ্চিত্র সপ্তাহে চলচ্চিত্র ফোরাম ও পর্যটন বিষয়ক বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হবে।
এক'শ বছরেরও বেশি আগে ফ্রান্সের একজন ধর্মপ্রচারক এফ আর জিন পিয়ারে আর্মান্ড ডাভিড ইয়া আন অঞ্চলে প্রথম পান্ডা খুঁজে বের করেন এবং পান্ডাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন। বর্তমানে ইয়া আন অঞ্চলে পান্ডার সংখ্যা তিনশর'ও বেশি। (লিলি)