কাগজকাটা শিল্পকলার ওপর চীনের প্রথম শিল্পকলা দিবস পয়লা আগষ্ট এ শিল্পকলার উত্পত্তিস্থান চীনের হোপেই প্রদেশের উই সিয়েন জেলায় শুরু হয়েছে।
এ উপলক্ষে উই সিয়েন জেলায় লোক রীতিনীতির ওপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজনের পাশাপাশি কাগজ- কাটা শিল্পকলা ও ইয়াংকোসহ লোক শিল্পকলার বিভিন্ন দিক প্রদর্শিত হয়েছে। অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখায় সচেস্ট চীনের ৪১টি জায়গার শিল্পী, পন্ডিত এবং কয়েকশ'রও বেশি তথ্য মাধ্যম প্রতিনিধি এবারের কর্মকান্ডে অংশ নিয়েছে।
কাগজকাটা শিল্পকলার আরেকটি নাম হলো জানালার ফুল। তা হচ্ছে কাগজ ও চামড়ায় কাঁচি দিয়ে কাটার ফলে তৈরী এক ধরণের দৃষ্টিনন্দন শিল্পকলা এবং চীনের বেসরকারী ক্ষেত্রে যা অনেক জনপ্রিয়। ২০০৯ সালে চীনের কাগজকাটা শিল্পকলা ইউনেস্কোর মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত হয়। (লিলি)