|
ষষ্ঠ বিশ্ব চীনা বংশোদ্ভূত ফোরাম ২৬ জুলাই চীনের কুয়াং তুং প্রদেশের রাজধানি কুয়াং চৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের প্রধান প্রতিপাদ্য ছিল "চীনের সৃজনশীল এবং সম্প্রীতিময় উন্নয়ন"।
এ ফোরামকে প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূতদের এক উচ্চ পর্যায়ের আলোচনা প্ল্যাটফর্ম বলে মনে করা হয়। বিশ্বের ২৫টি দেশ ও অঞ্চলের প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূত নাগরিক, বিশেষজ্ঞ, শিল্পপতি ও মূলভূভাগের প্রতিনিধিসহ ৩৫০জন এবারের ফোরামে অংশ নেন। তাদের মধ্যে অধিকাংশ হচ্ছেন ইলেক্ট্রোনিক তথ্য, জীব চিকিত্সা এবং পরিবেশ রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা।
চীনের জাতীয় প্রবাসী চীনা কার্যালয়ের মহাপরিচালক লি হাই ফেং বলেন, লাখ লাখ প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূত সুদক্ষ নাগরিকেরা আধুনিক বিজ্ঞান ক্ষেত্রে বেশ অবদান রাখেন বলে তাদেরকে চীনা প্রযুক্তিবিদ সম্পদ ভান্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয়। এ সম্পর্কে তিনি বলেন :
"সাম্প্রতিক জাতীয় প্রযুক্তিবিদ সংক্রান্ত কর্মকান্ড সম্মেলনে নয়া চীন প্রতিষ্ঠার পর প্রথম মাঝারি ও দীর্ঘকালের প্রযুক্তিবিদ উন্নয়ন কার্যক্রম প্রণয়ন করা হয়। সরকারও বিভিন্ন পর্যায়ে অব্যাহতভাবে এ কার্যক্রম ত্বরান্বিতকরণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূতদের যারা দেশে ফিরে আসছেন তারা এখানে উপযুক্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন।"
চীনের জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওয়ান কাং এবারের ফোরামে অংশগ্রহণকালে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিশ্বের প্রবৃদ্ধি ব্যবস্থা ব্যাপক পরিবর্তনের মধ্যদিয়ে যাচ্ছে এবং নতুন প্রযুক্তি ও শিল্পবিপ্লব লালিত-পালিত হচ্ছে। এ সম্পর্কে তিনি বলেন:
"সৃজনশীল দেশ গড়তে স্বতন্ত্র সৃজনশীলতা ও বৈদেশিক উন্মুক্তকরণের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় স্থাপন করতে হবে। বিভিন্ন দেশের আধুনিক প্রযুক্তি, জ্ঞান ও সভ্যতা ইতিবাচকভাবে গ্রহণ করা জরুরি।"---ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |