Web bengali.cri.cn   
শিশুদেরকে ভবিষ্যত জীবনযাপন পদ্ধতি বেছে নেয়ার শিক্ষা 'হাই পাও' অপেরার
  2010-07-28 20:50:38  cri

বন্ধুরা, ২০১০ সালে শাংহাই বিশ্বমেলার প্রধান প্রতিপাদ্য হলো "শহর জীবনকে আর সুন্দর করে"। সম্প্রতি পেইচিংয়ে পরিবেশিত বৃহত পরিসরের শিশু অপেরা 'হাই পাও'-এর প্রধান প্রতিপাদ্য ছিল "শিশুর পছন্দ শহরের ভবিষ্যতকে নিয়ন্ত্রণ করে"। মা-বাবারা বলেন, শিশুরা ছোটবেলা থেকে পরিবেশ বান্ধব জীবন-যাপন পদ্ধতি বেছে নিতে শিখলে, তা শহরের উন্নয়নে একটি ভাল ভিত্তি সৃষ্টি করতে সক্ষম হবে। বন্ধুরা, আজকের 'সাংস্কৃতিক ঘটনা' অনুষ্ঠানে আমরা এ বিষয়টি নিয়েই আলোচনা করবো।

আপনারা এইমাত্র শুনলেন শিশু অপেরা 'হাই পাও'-এর প্রধান সংগীত। এ অপেরা পেইচিং শিশু শিল্প থিয়েটারের উদ্যোগে মঞ্চস্থ করা হয়। শাংহাই বিশ্বমেলার কল্যাণমুখী বিষয়কে কেন্দ্র করে তৈরী এটিই প্রথম শিশু অপেরা। এ অপেরার গল্প এরকমঃ 'হাই পাও'র মা ৭টি রঙের জ্বালানি দিয়ে দিন-রাত তাদের জন্মস্থানকে রক্ষা করে চলেন। বিশ্বের অন্যান্য শহরের অধিবাসীরা জ্বালানি সাশ্রয়ের ও পরিবেশ রক্ষার জন্য নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । তবে 'হাই পাও'র জন্মস্থানের অধিবাসীরা নিত্যদিনের চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিদিন ব্যাপক জ্বালানি সম্পদ ব্যবহার করে। হঠাত্ একদিন তার জন্মস্থানের সব জ্বালানি সম্পদ সব নিঃশেষ হয়ে যায় বলে সেখানকার বিদ্যুত্ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে পরিবেশ গুরুতরভাবে দূষিত হয়। এ অপেরার পরিচালক শাও চে হুই বলেন:

"এ অপেরার মধ্যে বর্ণিত 'হাই পাও'র জন্মস্থান অত্যাধুনিক জ্বালানি ও নতুন উন্নত প্রযুক্তি ব্যবহারকারী একটি শহর ছিল। সুতরাং, হঠাত্ করে একদিন এ সব জ্বালানি সম্পদ সব শেষ হওয়ার পর, এ শহর অত্যন্ত আবর্জনাময় ও দূষিত হয়ে উঠে। এ অপরার মধ্যদিয়ে জ্বালানি সম্পদ সাশ্রয় ও নিম্নকার্বন জীবন-যাপনের ধারণা ফুটিয়ে তোলা হয়েছে।"

পেইচিং শিশু শিল্প থিয়েটার কোম্পানির মহাব্যবস্থাপক ওয়াং ইং এ শিশু অপেরার প্রধান প্রতিপাদ্যের সঙ্গে নিয়ে পরিচয় দেন। তিনি বলেন:

"আমাদের এ শিশু অপেরার প্রধান প্রতিপাদ্য হচ্ছে 'শিশুর পছন্দ শহরের ভবিষ্যতকে নিয়ন্ত্রণ করে'। যদি শিশুরা পরিবেশ রক্ষা ও জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বেছে নেয়, তাহলে ভবিষ্যতে নিশ্চয়ই একটি সুন্দর ও সম্প্রীতিময় বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে। এটি আমাদের এ শিশু অপেরার একটি উল্লেখযোগ্য বিষয়।"

আসলে 'হাই পাও' শিশু অপেরার মোট পাঁচটি অংশ রয়েছে, যাতে পৃথক পৃথকভাবে পানি সম্পদের অভাব এবং বায়ুর ওপর দূষণ ও আবর্জনার প্রভাবসহ বিভিন্ন বিষয়টি তুলে ধরা হয়। শিশুরা এ অপেরা দেখতে খুবই পছন্দ করে। আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে ৯ বছর বয়সী মেয়ে সিও চি ছি বলে:

"পানি সাশ্রয়, পরিবেশ রক্ষা এবং বিদ্যুত্ সাশ্রয় করতেই হবে। এ শিশু অপেরার মধ্যদিয়ে আমি এ বিষয়টি উপলদ্ধি করতে পেরেছি।"

সে মনে করে, এ পরিবেশনা শিশুদেরকে মা-বাবার মৌখিকভাবে দেয়া শিক্ষার চেয়ে আরও ভাল । এ সম্পর্কে সে বলে:

"আমি মনি করি, এ অনুষ্ঠান খুবই চমত্কার, শিশুদের শিক্ষাদানের জন্য যার বিশেষ তাত্পর্য রয়েছে। এখন শিশুদের জীবন-যাত্রার মান বেশ ভাল। হয়তো বিদ্যুত্ ও পানি সাশ্রয়ের ব্যাপারে তারা গুরুত্ব দেয় না। মা-বাবা শিশুকে বহুবার বললেও এ অপেরার চেয়ে তার প্রভাব অনেক কম হয়। --ওয়াং হাই মান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040