Web bengali.cri.cn   
তিব্বতের প্রতিনিধি দল আপনাকে একটি প্রকৃত তিব্বত সম্পর্কে অবহিত করবে
  2010-07-26 15:13:47  cri
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উদ্যোগে ছয় সদস্যের একটি তিব্বতী প্রতিনিধি দল ২১ মার্চ থেকে জার্মানীর বার্লিন সফর শুরু করেন। জার্মানী সফরের সময় তিব্বতী পন্ডিতরা জার্মানীর রাজনৈতিক মহল, তথ্য মাধ্যম , গবেষণা কর্মী , প্রবাসী চীনা ও ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যাপকভাবে মতবিনিময় করেছেন এবং তাদেরকে তিব্বত সম্পর্কিত জানা-অজানা অনেক তথ্য জানিয়েছেন।

এ প্রতিনিধি দলের ছয়জন সদস্য হলেন চীনের তিব্বত সম্পর্কিত গবেষণা কেন্দ্র, চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর তিব্বত বিষয়ক বিশেষজ্ঞ ও পন্ডিত ব্যক্তি। তাদের মধ্যে বেশির ভাগই তিব্বতী। প্রতিনিধি দলের নেতা চীনের তিব্বত বিষয়ক গবেষণা কেন্দ্রের সমাজ ও অর্থনীতি গবেষণা বিভাগের উপপ্রধান টানজেন লুনাপ মনে করেন, এ ধরনের কর্মসূচী জার্মানীর নাগরিকদের তিব্বতের প্রকৃত অবস্থা জানতে সাহায্য করবে। তিনি বলেন, আমি মনে করি জার্মানীর নাগরিকসহ পাশ্চাত্যের বিভিন্ন মহলের মানুষের সঙ্গে মতবিনিময় করা অত্যন্ত প্রয়োজন। আমরা দীর্ঘকাল ধরে তিব্বতে গবেষণার কাজ করে আসছি। আমরা তিব্বতে জন্মগ্রহণ করেছি এবং তিব্বতে মানুষ হয়েছি। এবার আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা ও গবেষনার ফল নিয়ে তিব্বতের প্রকৃত অবস্থা জার্মানীর বন্ধুদের অবহিত করবো। যদিও তিব্বত সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি ও মতবিরোধ রয়েছে, তবুও মতবিনিময় বাড়ানোর সঙ্গে সঙ্গে আরো বেশি মানুষ তিব্বতের বাস্তব অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

২৩ মার্চ জার্মানীর চীনা দূতাবাসে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রতিনিধি দলের সদস্যরা চীনে অনুষ্ঠিত পঞ্চম তিব্বত সম্পর্কিত অধিবেশন , তিব্বতের আর্থ-সামাজিক উন্নয়ন, তিব্বতের সাংস্কৃতিক উন্নয়ন ও পরিবেশ রক্ষা ক্ষেত্রের বাস্তব অবস্থা সম্পর্কিত বিবরণ দিয়েছেন এবং তিব্বতের আধুনিকায়ন , আধুনিকায়ন বাস্তবায়নের অসুবিধা এবং তিব্বতী ও অতিব্বতীর মেলামেশার বিষয় নিয়ে জার্মানীর তথ্য মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বার্লিনার জিটাং পত্রিকার সাংবাদিক ফ্রাংক হেরল্ড বলেন, তিব্বতের পন্ডিতদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তিব্বত সম্পর্কিত সঠিক তথ্য পেয়ে তিনি আনন্দ বোধ করছেন। তিনি বলেন, আমি এই প্রথমবার চীনের তিব্বতী পন্ডিতদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়েছি । আমি তিব্বত সম্পর্কে আরো বেশি জানতে চাই। আমি নিজের চোখে তিব্বত দেখার সুযোগ এখনও পাই নি, আজকের আলোচনা সভা আমাদেরকে একটি সরাসরিভাবে প্রকৃত তথ্য পাওয়ার সুযোগ করে দিয়েছে।

এ আলোচনা সভায় অংশ নেয়ার জন্য ডেউটচে ওয়েলের চীনা ভাষা বিভাগের প্রধান এড্রিনা ওলটারসদর্ফ বিশেষভাবে বন থেকে বার্লিন গিয়েছেন। তিনি বলেন, মুখোমুখি মতবিনিময় করা এক চমত্কার ব্যাপার। বিশেষ করে ভুল বোঝাবুঝি ও মতবিরোধ দূর করার ক্ষেত্র মতবিনিময় অত্যন্ত প্রয়োজন। চীনের তিব্বত বিষয়ক বিশেষজ্ঞ ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি।

২৩ মার্চ চীনের প্রতিনিধি দলের সদস্যরা জার্মানীর প্রবাসী চীনাদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা সভায় তারা তিব্বতে তিব্বতী ও হান জাতির সম্পর্ক , তিব্বতের ইতিহাস ও পরিবেশ রক্ষা সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। স্থানীয় একটি প্রেসের প্রফেসর সেন ছিং বলেন, এবার তিব্বতের প্রতিনিধি দল উদ্যোগের সঙ্গে তথ্য মাধ্যম ও জার্মানীর পার্লামেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন এবং অনেক বিষয়ে ব্যাখ্যামূলক কাজ করেছে। আমি মনে করি, তাদের প্রচেষ্টা তাত্পর্যপূর্ণ। আমরা প্রবাসী চীনারা এতে তিব্বত সম্পর্কিত নতুন তথ্য পেয়েছি।

জার্মানীর বিভিন্ন রাজনৈতিক পার্টির দায়িত্বশীল কর্মকর্তারা তিব্বতের বাস্তব অবস্থা অবহিত করার জন্য তিব্বত প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন , এ ধরনের মতবিনিময় তিব্বত সম্পর্কিত ভুল বোঝাবুঝি দূর করতে ও চীনের সঙ্গে সৌহার্দ্যময় সম্পর্ক বাড়াতে সাহায্য করেছে।

সাক্ষাত্কার শেষে প্রতিনিধি দলের নেতা তানজেন লুনাপ নিজের আকাংখা প্রকাশ করে বলেন , আমরা তিব্বত থেকে বিভিন্ন দেশ সফরের সময় তিব্বতের বাস্তব অবস্থা বর্ণনার পাশাপাশি অনেক বন্ধুর সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়েছি, এ জন্য আমরা আনন্দ বোধ করি। আমি আশা করি, জার্মানীসহ বিভিন্ন দেশের আরো বেশি বন্ধু তিব্বত সফরে যাবেন, সেখানে তারা তিব্বতের নীল আকাশ ও সাদা মেঘ ছাড়াও তিব্বতের ঐতিহ্যিক সংস্কৃতি দেখতে পাবেন এবং তিব্বতী জনগণের জীবনযাত্রা নিজের চোখে দেখতে পাবেন।

জানা গেছে, এ প্রতিনিধি দল জার্মানীর বার্লিন ছাড়াও বন সফর করেছেন, জার্মানী থেকে প্রতিনিধি দল সুইজারল্যান্ড সফর করেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040