|
ইতালিতে " চীনা ভাষা শেখার আগ্রহ" ব্যাপকভাবে বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্তমানে ইতালির মাধ্যমিক বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী চীনা ভাষাকে নিজের প্রথম বিদেশী ভাষা হিসেবে বাছাই করেছে। সম্প্রতি তৃতীয় " চীনা ভাষা সেতু" সংক্রান্ত বিশ্ব মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনা ভাষা প্রতিযোগিতা ইতালির রোমে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী প্রতিযোগিদের বক্তব্য, নৃত্যানুষ্ঠান, গান, চীনা কুং ফু এবং পেপার কাটিংসহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মঞ্চে তাদের চীনা ভাষা বলার দক্ষতা ও তরুণ-তরুণীদের চমত্কার ভাবমূর্তি তুলে ধরেছেন।
চীনা সংগীতের মনোমুগ্ধকর সুরের সঙ্গে সঙ্গে হলুদ পোশাক পরা একজন মেয়ে প্রতিযোগি মঞ্চে নৃত্য প্রদর্শন শুরু করেন। তাঁর নৃত্যের মধ্য দিয়ে চীনা জাতীয় নৃত্যের চমত্কার ভাবমূর্তির বিষয়টি প্রতিফলিত হয়। সবার তুমুল করতালিতে মঞ্চস্থল সরব হয়ে ওঠে। এ প্রতিযোগির নাম হচ্ছে পাও সি লি। তিনি একজন ইতালি ও রুশ মিশ্রিত মানুষ । তাঁর মা হচ্ছেন রাশিয়ার একজন প্রাক্তন বিখ্যাত ব্যালে নৃত্য শিল্পী। মেয়ে পাও সি লি'র চীনা ভাষা শেখা হচ্ছে আসলে তাঁর মায়ের গল্পের সঙ্গে সম্পর্কিত। এ সম্পর্কে পাও সি লি বলেন:
" আমার মা বলেন, চীনের সঙ্গে রাশিয়ার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মা তরুণ বয়সে অনেক দেশে গেছেন। তবে শুধু চীনে যান নি। হয়তো এটি অমার পরিতাপের বিষয় বলে মনে করেন। সুতরাং, মা আমাকে চীনা ভাষা শেখার ব্যাপারে উত্সাহ দেন। এভাবেই যাতে আমার সঙ্গে মায়ের চীনে যেতে সুবিধা হয়। সেজন্যই আমি খুবই মনযোগ দিয়ে চীনা ভাষা শিখতে শুরু করেছি"।
চীনা ভাষা শেখা বিদেশী ছাত্রছাত্রীদের জন্য এমন একটি সহজ ব্যাপার নয়। তবে মাধ্যমিক বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীর চীনা ভাষা শেখার প্রতি বেশ আগ্রহ দেখা দিয়েছে। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজয়ী লুকা গ্যাস্টালদি হচ্ছেন একজন চীনা কুং ফু'র অনুরাগী। তিনি আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, তাঁর একটি স্বপ্ন হচ্ছে " চীনা ভাষা শেখার সঙ্গে সঙ্গে চীনা কুং ফুও শেখা"। এ সম্পর্কে তিনি বলেন:
" আসলে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগির চীনা ভাষায় বলা চমত্কার বলে মনে করা হয়। অবশ্যই এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশীপ অর্জনে আমি অনেক খুশি হয়েছি। সুযোগ পেলে আমি অবশ্যই চীনে যাবো"।
" চীনা ভাষা সেতু" মঞ্চে সকল প্রতিযোগি যে কেবল নিজেদের চীনা ভাষা বলার দক্ষতা ও তরুণ-তরুণীদের চমত্কার ভাবমূর্তি তুলে ধরেছে তা নয়, তা ইতালিতে অনেকের চীনা ভাষা শেখার আগ্রহও বৃদ্ধি করেছে।---ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |