Web bengali.cri.cn   
চীনা জনগণ অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অংশ নিয়েছেন
  2010-07-21 16:20:17  cri
গত মাসে পেইচিংয়ে অনুষ্ঠিত একটি শিল্প প্রদর্শনী দেখে অনেক দর্শক অবাক হয়ে গেছেন। তারা দেখেছেন সাধারণ কাদা শিল্পীর হাতের ছোঁয়ায় কিভাবে নানা ধরণের মজার খেলনা হয়ে ওঠে। একটি সাধারণ পাথর ও এক খন্ড বস্ত্র চমত্কার শিল্পকর্ম তৈরী করা যায়। আসলে এসব চীনের বৈচিত্র্যময় ঐতিহ্য থেকে প্রাপ্ত সম্পদের মধ্যে একটি খুব ছোট অংশ। পাঁচ বছর ধরে চীন সরকার সমাজে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জ্ঞান ও ধারণা প্রচার করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা আশা করি, আরো বেশি লোক অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অংশ নেবেন।

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেং চিয়াং প্রদেশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর। এ প্রদেশ বিখ্যাত চীনামাটি লোংছুয়ান সবুজ চীনামাটির জন্মস্থান। কয়েক হাজার বছর সময় এখানে উত্পন্ন হওয়া সবুজ চীনামাটির রং স্ফটিকের মতো স্বচ্ছ। গত বছরে লোংছুয়ান সবুজ চীনামাটির তৈরী নৈপুণ্য ইউনেস্কোর অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বকারীর তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে।

মাও ওয়েই চিয়ে হচ্ছেন চে চিয়াং প্রদেশের একজন চীনামাটি প্রস্তুতকারী। তিনি তাঁর বাবার চীনামাটি তৈরী দেখতে দেখতে বড় হয়েছেন। তিনি বলেন,

"ছোটবেলা থেকে আমি সবুজ চীনামাটির সঙ্গে পরিচিত হয়েছি। ছোটবেলায় আমরা যেখানে থাকতাম সেখানে কোন খেলার জায়গা ছিল না। তাই আমি সবসময় আমার বাবার কোম্পানিতে যেতাম। তারপর আমি আর্ট শিখতে শুরু করি এবং চীনামাটি তৈরি কাজে লিপ্ত হই।"

মাও ওয়েই চিয়ে একটি সবুজ চীনামাটির পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁরা বাবা একটানা ৫০ বছর ধরে লোংছুয়ান সবুজ চীনামাটি গবেষণার কাজ করছেন। এ শিল্পকে যারা বাঁচিয়ে রেখেছেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। মাও ওয়েই চিয়ে বলেন,

"চীনামাটির সম্পর্কে আমাদের চেয়ে অনেক বেশি জানতে আমার বাবার মতো সেই প্রজন্মের লোকেরা। যদিও আমি দশ বছর ধরে এ কাজ করেছি, কিন্তু আমার বাবার মতো অতো কিছু অনেক আয়ত্ত করতে পারিনি। চীনামাটি শুধুমাত্র একটি নৈপুণ্য শিল্প নয়, এতে অনেক বিষয় রয়েছে।"

লোংছুয়াতে মাও ওয়েই চিয়ের মতো তরুণ-তরুণী নিজ নিজ উদ্যোগে সবুজ চীনামাটি তৈরীর নৈপুণ্য শিখছেন। শুধুমাত্র টাকা অর্জন নয়, পুর্বপুরুষের মূল্যবান নৈপুণ্য বংশ পরম্পরায় যাতে চলতে থাকে তার ওপরও গুরুত্ব দিয়েছেন তাঁরা।

অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক চীনের সংরক্ষণ কেন্দ্রের স্থায়ী পরিচালক চাং ছিং শান বলেন, সারা দেশে সাম্প্রতিক বছরগুলোতে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের ব্যাপারে উপলব্ধি স্পষ্টভাবেই গভীর হয়েছে। তিনি বলেন,

পাঁচ বা ছয় বছরের আগে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য প্রসঙ্গে মানুষের তেমন কিছু জানা ছিল না। এখন এটি সবার কাছে পরিচিত একটি শব্দ। এ ব্যাপারে আমরা অনেক কাজ করেছি। এর মধ্যে রয়েছে দেশব্যাপী জরিপ। নয়া চীন প্রতিষ্ঠার পর অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে এটি হচ্ছে সবচেয়ে ব্যাপক জরিপ। জরিপের পর সবাই আবিষ্কার করেছেন যে, একটি সাধারণ পণ্যদ্রব্য হচ্ছে পুর্বপুরুষের মূল্যবান উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদ। আমাদের পাশে সাধারণ জীবন কাটানো লোকশিল্পীরা সবার দৃষ্টি রাখার শিল্পীতে পরিণত হন।

চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের অবৈষয়িক ঐতিহ্য বিয়ষক বিভাগের পরিচালক মা ওয়েন হুই মনে করেন, অধিকাংশ অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রবল আঞ্চলিক বৈশিষ্ট রয়েছে এবং তা স্থানীয় জনগণের জীবনের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে সামনে আসা নানা ধরণের সমস্যার সমাধানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তরুণ-তরুণীদের নানা উপায়ে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণে অংশগ্রহণ। তরুণ-তরুণীদের অংশগ্রহণের মাত্রা অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের ভবিষ্যতের ভাগ্য নির্ধারক ভূমিকা পালন করবে। (লিলি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040