Web bengali.cri.cn   
দু'তীরের আর্থ-বাণিজ্যিক ও সাংস্কৃতিক ফোরামে ২২টি প্রস্তাব গৃহীত
  2010-07-16 20:32:58  cri

 

"নতুন শিল্পের সহযোগিতা জোরদার করার মধ্যদিয়ে তাইওয়ান প্রণালীর দু'তীরে প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা বাড়ানো" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে তাইওয়ান প্রণালীর দু'তীরের ষষ্ঠ আর্থ-বাণিজ্যিক ও সাংস্কৃতিক ফোরাম ১১ জুলাই চীনের কুয়াং তুং প্রদেশের রাজধানী কুয়াং চৌয়ে অনুষ্ঠিত হয়েছে। ফোরামে দু'তীরের অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন বিষয়ে ২২টি যৌথ প্রস্তাব গৃহীত হয়।

চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মহাপরিচালক ওয়াং ই এবারের ফোরামের সমাপনী অনুষ্ঠানে এ ২২টি যৌথ প্রস্তাবের মধ্য থেকে গুরুত্বপূর্ণ তথ্যের সারসংকলন করেন। এ সম্পর্কে তিনি বলেন:

"অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারে যৌথ প্রস্তাব মনে করে প্রথমত, দু'পক্ষের উচিত দু'তীরের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক সহযোগিতা কাঠামো চুক্তির গুরুত্বপূণ তাত্পর্য সম্পর্কে পুরোপুরি একমত হওয়া এবং সফল পরিকল্পনাসহ এ চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর ও বাস্তবায়ন করা। দ্বিতীয়ত, নতুন পরিস্থিতিতে সহযোগিতা ক্ষেত্র সম্প্রসারণ করা, সহযোগিতার উপায় সৃজনশীল করা এবং দু'তীরের অর্থনীতির আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা জোরদার করা। তৃতীয়ত, দু'তীরের অর্থনৈতিক সহযোগিতা ক্ষেত্রে নতুন কৌশলগত শিল্পের গুরুত্বপূর্ণ অবস্থান ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করা। চতুর্থত, দু'তীরের সহযোগিতায় নতুন জ্বালানী উন্নয়ন, জ্বালানী সাশ্রয় ও পরিবেশ রক্ষা এবং গুরুতর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, প্রতিরোধ ও ত্রাণ কাজে নীতি ও প্রস্তাব নির্ধারণ করা। পঞ্চমত, চীনা সংস্কৃতির গুরুত্ব লালন-পালনের বিষয়টি জোরদার করা, যাতে দু'তীরের সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া, সংবাদ প্রকাশনা ও সৃজনশীল সাংস্কৃতিক শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো যায়।"

ওয়াং ই বলেন, এবারের ফোরামে গৃহীত এ যৌথ প্রস্তাবগুলো দু'তীরের সংশ্লিষ্ট বিভাগগুলোর গুরুত্ব পাবে বলে তিনি আশাবাদী। এগুলো জোরালোভাবে দু'তীরের বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিতকরণে নতুন সাফল্য অর্জন এবং ব্যাপকভাবে দু'তীরের জনগণের যৌথ স্বার্থকে সমুন্নত করতে সক্ষম হবে।

চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন এবারের ফোরামের সমাপনী অনুষ্ঠানে বলেন, ফোরামে অর্জিত সাফল্য দু'তীরের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন এবং অগ্রগতি অর্জনের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সম্পর্কে তিনি বলেন:

"এবারের ফোরামে সকল অংশগ্রহণকারীর যৌথ প্রচেষ্টায় গৃহীত এ ২২টি যৌথ প্রস্তাব দু'তীরের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি অর্জনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। একই সঙ্গে চীনের কুও মিন তাং এবং চীনের কমিউনিস্ট পার্টি দু'তীরের বিভিন্ন মহলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় ত্বরান্বিতকরণ করবে এবং দু'তীরের শান্তিপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও জোরদার করবে এর মধ্য দিয়ে সে আস্থাও প্রতিফলিত হয়েছে।"---ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040