|
থাইল্যান্ডে চীনের রাষ্ট্রদূত কুয়ান মু বলেন, ১৯৭৫ সালে দু'দেশের সম্পর্ক প্রতিষ্ঠার পর বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতায় বেশ লক্ষণীয় সাফল্য অর্জিত হয়। তিনি বলেন, এ শব্দাতীর শুরুর দিকে চীন ও থাইল্যান্ড সরকার উত্থাপন করে যে, 'দু'পক্ষের কৌশলগত সহযোগিতা ত্বরান্বিতকরণ তাদের সম্পর্ককে একটি নতুন পর্যায়ে উন্নীত করবে। দু'দেশের শীর্ষ নেতৃবৃন্দের যৌথ প্রচেষ্টা এবং ঘনিষ্ঠ বিনিময় দ্বিপাক্ষিক সম্পর্কের অব্যাহত, সার্বিক এবং গভীর উন্নয়নে অবিরাম চালিকা শক্তি হিসেবে কাজ করে যাবে। এ সম্পর্কে রাষ্ট্রদূত কুয়ান মু বলেন:
"চীন ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সহযোগিতা কেবল যে কৌশল রয়েছে তা নয়, তার বাস্তবতাও সৃষ্টি করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার শুরুর দিকের ২৪ কোটি ৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার থেকে বেড়ে ২০০৮ সালে ৪২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। দু'পক্ষের পারস্পরিক পুঁজি বিনিয়োগও এক সুযোগের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে চীনের অর্থনীতির সুষ্ঠু, স্থিতিশীল ও দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডে চীনের পুঁজি বিনিয়োগের পরিমাণ বহু গুণ বেড়েছে।"
জানা গেছে, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সামরিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে চীন ও থাইল্যান্ডের সহযোগিতা বেশ গতিশীল হয়ে উঠেছে। ----ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |