Web bengali.cri.cn   
সংখ্যালঘু জাতির সংস্কৃতি প্রচারে নতুন তথ্যমাধ্যমের ভূমিকা জোরদার করা জরুরিঃ লান চি ছি
  2010-07-14 17:26:49  cri

সংখ্যালঘু জাতির সংস্কৃতি প্রচার ও লালনে ইন্টারনেটসহ নতুনতথ্য মাধ্যমের ভূমিকা জোরদার করা জরুরি, যাতে বিভিন্ন জাতির চাহিদা পূরণ এবং তাদের সাংস্কৃতিক বিনিময় ও সমঝোতা ত্বরান্বিত করা যায়।

২৬ জুন চীনের জাতীয় জাতি বিষয়ক কমিটির সংস্কৃতি প্রচার বিভাগের উপ-মহাপরিচালক লান চি ছি পেইচিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় নতুন তথ্যমাধ্যম ও জাতীয় সাংস্কৃতিক প্রচার সংক্রান্ত ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, ইন্টারনেট ও টিজিটাল টেলিভিশনের প্রতিনিধি হিসেবে এসব নতুন তথ্যমাধ্যম সংখ্যালঘু জাতির সংস্কৃতি প্রচারে সুবিধা সৃষ্টি করে। সংস্কৃতি প্রচারে বিভিন্ন জাতির চাহিদা পূরণের জন্য ভবিষ্যতে সংখ্যালঘু জাতির ভাষায় নতুন তথ্যমাধ্যমের প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

দ্বিতীয় নতুন তথ্যমাধ্যম ও জাতীয় সাংস্কৃতিক প্রচার সংক্রান্ত ফোরাম হচ্ছে চীনের কেন্দ্রীয় জাতি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জ্ঞান বিনিময় সেমিনার। এর প্রধান প্রতিপাদ্য হচ্ছে 'মিলন ও বিনিময়'। এটি আয়োজনের লক্ষ্য হচ্ছে তথ্য প্রচারের মাধ্যমে জাতীয় সাংস্কৃতিক বহুমুখিতাকে সম্মান ও সমঝোতা জোরদার করা।

চীনের ৩০টিরও বেশি বিদ্যালয়ের ২ শতাধিক বিশেষজ্ঞ এবারের ফোরামে অংশ নেন।–ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040