Web bengali.cri.cn   
প্রবাসী চীনারা আর্জেন্টিনার দু'শ'তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন
  2010-07-12 19:22:42  cri
আর্জেন্টিনার দু'শ'তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ মে আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আয়ারসে আড়ম্বরপূর্ণ শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রবাসী চীনাসহ আর্জেন্টিনার আশিটি প্রবাসী সমিতির চার হাজার প্রবাসী নাগরিক শোভাযাত্রায় অংশ নেন এবং চীনসহ বিভিন্ন দেশের ঐতিহ্যিক সংস্কৃতি প্রদর্শন করেন।

শোভাযাত্রায় প্রবাসী চীনারা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। দলের সামনে চীনের পাঁচ তারকা লাল পতাকা দর্শকদের মনোযোগ কেড়ে নেয়। প্রবাসী চীনারা সুন্দর সুন্দর সংখ্যালঘু জাতির ঐতিহ্যিক পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন । অনেক দর্শক প্রবাসী চীনাদের শোভাযাত্রার ছবি তুলেছেন। প্রবাসী চীনা ও আর্জেন্টিনার উ শু অনুরাগীদের পরিবেশিত ড্রাগন নাচ ও সিংহ নাচ স্থানীয় নাগরিকরা দেখে মজা পেয়েছেন। আর্জেন্টিনার জাতীয় উ শু দলের কোচ ছিয়েন পিন কো সি আর আই সাংবাদিককে বলেন, আজ আমরা ৪০জন আর্জেন্টিনার উ শু অনুরাগী নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছি। আমরা দুটি বড় সিংহ ও একটি ছোট সিংহ সেজেছি এবং ড্রাগন নৃত্য পরিবেশন করেছি। তারা সবাই খুশি। আমাদের উদ্দেশ্য আর্জেন্টিনার দু'শতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের পাশাপাশি চীনের সংস্কৃতি প্রচার করা।

ছিয়েন পিন কো'র বাবা ছিয়েন লান কেনের উদ্যোগে প্রতিষ্ঠিত ছিয়েন শি উ শু ভবন আর্জেন্টিনায় অনেক বেশি জনপ্রিয়। বাবা ও ছেলের যৌথ উদ্যোগে চীনা বক্সিং উ শু আর্জেন্টিনা সরকারের স্বীকৃতি পাওয়া ক্রীড়া ইভেন্টে পরিণত হয়েছে। আর্জেন্টিনার সব স্থানে তাদের ছাত্রছাত্রী রয়েছে। তাদের প্রচেষ্টা চীনের ঐতিহ্যিক বক্সিং উ শু ও চীনা সংস্কৃতি প্রচারে সক্রিয় ভূমিকা রেখেছে।

আর্জেন্টিনার উ শু অনুরাগী আলবের্টো তিন বছর ধরে উ শু চর্চা করছেন। তিনি সাংবাদিককে বলেন, ড্রাগণ নৃত্য পরিবেশনে অংশ নিতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। তিনি বলেন, আর্জেন্টিনার একজন নাগরিক হিসেবে প্রবাসী চীনাদের পরিবেশনায় অংশ নিতে পেরে আমি গর্ব বোধ করি। কারণ, আমি নিজ দেশের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেয়ার সঙ্গে সঙ্গে চীনের ঐতিহ্যিক সংস্কৃতি প্রদর্শনের সুযোগ পেয়েছি।

আর্জেন্টিনায় চীন দূতাবাসের কাউন্সিলার হো হোং হাই বলেন, আর্জেন্টিনার দু'শ'তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন একটি বড় ব্যাপার। আর্জেন্টিনার জনগণের সঙ্গে প্রবাসী চীনারাদেরও এতে অংশ নেয়া উচিত এবং এ সুযোগে চীনের সংস্কৃতি প্রচার করা উচিত। তিনি আরো বলেন, শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রবাসী চীনার সংখ্যা তিন-চার শ', লাইনের সামনে চীনের জাতীয় পতাকা, তারপর প্রবাসী চীনাদের তৈরী একটি ব্যানার ছিল। এতে লেখা রয়েছে: আর্জেন্টিনার দু'শ'তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রবাসী চীনাদের আন্তরিক অভিনন্দন । ব্যানারের পেছনে চীনা পোশাক পরা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী, তাদের পেছনে চীনের ৫৬টি সংখ্যালঘু জাতির বৈশিষ্ট্যপূর্ণ পোশাক পরা যুবকযুবতী, তাদের পেছনে ড্রাগন ও সিংহ নাচের শিল্পী আর লাইনের সবচেয়ে পেছনে রঙ্গীন পতাকা উত্তলনকারী প্রবাসী চীনাদের দল।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আয়ারসে প্রায় এক লাখ প্রবাসী চীনা থাকেন। তাদের মধ্যে অনেকেই সুপার মার্কেটের মালিক। এখন চীনের সুপার মার্কেট ইতোমধ্যে আর্জেন্টিনার অধিবাসীদের জীবনের একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে। প্রবাসী চীনাদের পরিশ্রম স্থানীয় অধিবাসীদের হৃদয় মন জয় করেছে। প্রবাসী চীনাদের শোভাযাত্রা দেখে জুয়ান সাংবাদিককে বলেন, আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে, প্রবাসী চীনারা এখানে সুখে শান্তিতে জীবনযাপন করছেন। আর্জেন্টিনার সর্বত্রই চীনাদের সুপার মার্কেট রয়েছে। তাদের পরিশ্রমের কল্যাণে আমরা সুবিধা পেয়েছি। আর্জেন্টিনা একটি একাধিক সংস্কৃতিসম্পন্ন বহুজাতিক দেশ, বিভিন্ন দেশের প্রবাসীরা আর্জেন্টিনায় সুষম পরিবেশে বসবাস করছেন।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ টাইয়ানা বলেন, আর্জেন্টিনার স্বাধীনতার পর দু'শ বছরের ইতিহাসে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা আর্জেন্টিনার উন্নয়ন তরান্বিত করেছেন এবং শান্তিপূর্ণ ও সুসামঞ্জস্যময় পরিবেশ সৃষ্টি করেছেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040