Web bengali.cri.cn   
শাংহাই বিশ্বমেলার ব্যবস্থাপনায় আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর মহাপরিচালক সন্তুষ্ট
  2010-07-10 18:25:36  cri

আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর মহাপরিচালক জ্যঁ পিয়েরি লাফোন ৯ জুলাই শাংহাইতে বলেন, গত দু'মাসে শাংহাই বিশ্বমেলার ব্যবস্থাপনায় তিনি অত্যন্ত সন্তুষ্ট।

বিশ্বমেলার তথ্য কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গত দু'মাসে বিভিন্ন ক্ষেত্রে শাংহাই বিশ্বমেলা সুষ্ঠুভাবে চলছে। গণসেবা এবং যাতায়াত ও পরিবহনসহ নানা সাংগঠনিক কাজ সুশৃঙ্খলভাবেই চলছে। বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে যে, এবারের বিশ্বমেলা বিদেশী পর্যটকদের জন্য দোভাষীর সেবাদান করছে, যাতে বিদেশী দর্শকরা অবাধে বিশ্বমেলা উপভোগ করতে পারেন।

বিশ্বমেলায় যে বিশ্বব্যাপী যোগাযোগ ও বিনিময় প্রতিফলিত হয়েছে মহাপরিচালক লাফোন তার প্রশংসা করেন। তিনি বলেন, এবারের বিশ্বমেলায় বিভিন্ন দেশের মধ্যে আদান-প্রদান তরান্বিত করার জন্য চীন সরকার নানা ব্যবস্থা নিয়েছে। তিনি মনে করেন, শাংহাই বিশ্বমেলা চীনা জনগণকে বিশ্ব জানার এবং বিশ্বকে চীনের উন্নয়ন দেখার সুযোগ সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040