পয়লা জুলাই হচ্ছে চীন ও থাইল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩৫তম বার্ষিকী। এ উপলক্ষে সেদিন বিকেলে চীনে থাইল্যান্ডের দূতাবাসের উদ্যোগে আয়োজিত "২০১০ সালে থাই সাংস্কৃতিক দিবস"পেইচিং ছিয়ান মেনের ওয়াকিং স্ট্রিটে শুরু হয়েছে।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোময়া তাঁর বক্তব্যে বলেন, থাইল্যান্ড ও চীনের সম্পর্ক সুদীর্ঘ। এবারের থাইল্যান্ডের সাংস্কৃতিক দিবস দু'দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধুমাত্র সরকারের সহযোগিতার ক্ষেত্রেই প্রতিফলন ছাড়াও, বেসরকারী বিনিময়েও প্রতিফলিত হয়। জানা গেছে, এবারে সাংস্কৃতিক দিবসের মধ্যে রয়েছে থাইল্যান্ডের সাংস্কৃতিক ও শৈল্পিক পরিবেশনা এবং থাইল্যান্ডের বিশেষ খাবার, ফল ও ঐতিহ্যবাহী হস্তশিল্প পরিবেশনসহ থাইল্যান্ডের বিশেষ পণ্যের প্রদর্শন। (লিলি)