চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ৩০ জুন পেইচিংয়ে জানিয়েছেন, সংস্কৃতি মন্ত্রনালয় আরো বেশি বেসরকারী পুঁজিকে মঞ্চ শিল্প ক্ষেত্রে প্রবেশের অনুপ্রেরণা দিয়েছে, যাতে আরো বৈচিত্র্যময় শিল্পকর্ম সৃষ্টি করা যায় এবং জনগণের সাংস্কৃতিক চাহিদা পূরণ করা যায়।
চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের শৈল্পিক বিভাগের পরিচালক তোং ওয়েই জানিয়েছেন, বর্তমানে দেশের বেসরকারী শৈল্পিক দলের সংখ্যা ৬৮০০ ছাড়িয়ে গেছে এবং প্রতি বছর ২০ লাখটির মতো পরিবেশনা আয়োজিত হয়। এসব পরিবেশনা তৃণমল পর্যায় বিশেষ করে ব্যাপক গ্রামাঞ্চলের পরিবেশনার সংস্কৃতি সক্রিয় করে তোলা এবং গ্রামবাসীদের মানসিক জবীনে বৈচিত্র আনার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। (লিলি)