|
২ জুলাই শ্রীলংকার রাজধানী কলম্বোয় চীন আন্তর্জাতিক বেতারের এফএম সম্প্রচার শুরু হয়েছে। এ উপলক্ষে কলম্বোয় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং কেং নিয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শ্রীলংকার প্রধানমন্ত্রী দেশানায়েকে মুদিয়ানসেলাজ জায়ারাত্নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দেন।
সিআরআই'র মহাপরিচালক তাঁর বক্তৃতায় বলেন, কয়েক দশক ধরে শ্রীলংকার শ্রোতাবন্ধুদের সঙ্গে সিআরআই'র গভীর মৈত্রী প্রতিষ্ঠিত হয়। শ্রীলংকা শ্রোতাদের সংখ্যা ও সিআরআই'তে চিঠি পাঠানোর দিক থেকে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম একটিতে পরিণত হয়। বর্তমানে শ্রীলংকায় সিআরআই'র শ্রোতা সংঘের সংখ্যা ৭ শরও বেশি।
শ্রীলংকার প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দীর্ঘকাল ধরে শ্রীলংকাকে সহায়তা দেয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চীন ও শ্রীলংকার মৈত্রী সুদীর্ঘ। এবারের কলম্বো এফএম অনুষ্ঠান চালু দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ত্বরান্বিতকরণে নতুন অবদান রাখবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।– খবর সি আর আই।
--ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |