চীন সরকার তিনটি ব্যবস্থার সংমিশ্রণের প্রথম কিস্তির পরীক্ষামূলক এলাকার নাম প্রকাশ করেছে
চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রাণালয়ের ওয়েবসাইটের ১ জুলাইয়ের এক খবরে প্রকাশ , চীন সরকার ইতিমধ্যে পেইচিং ও শাংহাইসহ চীনের ১২টি এলাকাকে টেলিযোগাযোগ ব্যবস্থা , বেতার ও টেলিভিশন ব্যবস্থা এবং ইন্টারনেট ব্যবস্থার সংমিশ্রণের প্রথম কিস্তির পরীক্ষামূলক এলাকা হিসেবে নির্ধারণ করেছে ।
এ বছরের গোড়ার দিকে চীন সরকার এ তিন ধরণের ব্যবস্থার সংমিশ্রণ কাজ দ্রুততর করার সিদ্ধান্ত নেয় । যাতে তথ্যায়ন ও সংস্কৃতি শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করা যায় এবং জনসাধারণের তথ্যগত পরিসেবার চাহিদা মেটানো যায় । সরকারের পর্যায়ক্রমিক লক্ষ্য অনুসারে ২০১২ সালের আগে বেতার ও টেলিভিশন এবং টেলিযোগাযোগ সার্ভিসের দ্বিমুখী প্রবেশের পরীক্ষামূলক কাজ চালানো হবে এবং ২০১৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত সার্বিকভাবে এ তিনটি ধরণের ব্যবস্থার সংমিশ্রণ ও উন্নয়ন বাস্তবায়িত হবে ।
জুন মাসের প্রথম দিকে ৬বার সংশোধনের পর তিন ধরণের ব্যবস্থার সংমিশ্রণ সংক্রান্ত পরীক্ষামূলক প্রস্তাব গৃহীত হয়।