|
বিভিন্ন দেশের জনগণের চীন এবং চীনা সংস্কৃতিকে জানার চাহিদা অব্যাহতভাবে বাড়ার সঙ্গে সঙ্গে চীনা ভাষা শেখার আগ্রহও সারাবিশ্বে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে কনফুসিয়াস ইন্সটিটিউটকে বিদেশে হান ভাষা বিস্তারের একটি গুরুত্বপূর্ণ 'কার্ড' বলে মনে করা হয়। ২৩ মে ওয়াংশিংটনে অনুষ্ঠিত তৃতীয় 'যুক্তরাষ্ট্রে চীনা ভাষা সম্মেলনে' অংশগ্রহণকারী চীনের জাতীয় হান ভাষা প্রতিনিধি দফতরের মহাপরিচালক সু লিনকে চীন আন্তর্জাতিক বেতারকে এক বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। এখন শুনুন এ সম্পর্কে একটি রেকর্ডিং-ভিত্তিক রিপোর্ট।
২০০৯ সালে বিশ্বে এক অর্বণনীয় আর্থিক সংকটের পরীক্ষায় উত্তীর্ণ হয়। এতে চীনের অর্থনীতি সবার আগে পুনরুদ্ধারের পটভূমিতে চীনা সংস্কৃতি লালন-পালনকে এক প্রধান লক্ষ্য হিসেবে কাজে লাগানো কনফুসিয়াস ইন্সটিটিউট সুষ্ঠুভাবে উন্নয়নের প্রবণতা বজায় রেখেছে।
এক পরিসংখ্যান থেকে জানা গেছে, বিশ্বে ৮৮টি দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৮২টি কনফুসিয়াস ইন্সটিটিউট এবং মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ২৭২টি কনফুসিয়াস ইন্সটিটিউট চালু আছে। এতে শিক্ষার্থীদের মোট সংখ্যা ২ লাখ ৩০ হাজারেরও বেশি। তাছাড়া, আরও ৫০টিরও বেশি দেশের ২৫০টিরও বেশি সংস্থা কনফুসিয়াস ইন্সটিটিউট চালু করার জন্য আবেদন করেছে। চীনের জাতীয় হান ভাষা প্রতিনিধি দফতরের মহাপরিচালক সু লিন বলেন, এ সব দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে কনফুসিয়াস ইন্সটিটিউটের উন্নয়নের গতি সবচেয়ে দ্রুত।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |