Web bengali.cri.cn   
শাংহাই বিশ্বমেলা চীন তথা বিশ্ব অর্থনীতির উন্নয়নে সুদূর প্রভাব ফেলবে: অর্থনীতিবিদ ব্রুনেটা
  2010-07-02 18:38:55  cri
শাংহাই বিশ্বমেলা এ বছরের পয়লা মে শুরু হয়েছে। এ আড়ম্বরপূর্ণ বিশ্বমেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। সম্প্রতি ইতালির সমাজকল্যাণ ও সংস্কারমন্ত্রী রেনাটো ব্রুনেটা সি আর আই সাংবাদিককে বলেন, শাংহাই বিশ্বমেলা চীনে তথা বিশ্ব অর্থনীতির উন্নয়নে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।

সাক্ষাত্কারে ব্রুনেটা বলেন, চীন যে পেইচিং অলিম্পিক গেমস ও শাংহাই বিশ্বমেলা আয়োজনের সুযোগ পেয়েছে, তা' সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের ফল। শাংহাই বিশ্বমেলা আয়োজনের তাত্পর্য সম্পর্কে ব্রুনেটা বলেন, শাংহাই বিশ্বমেলার আয়োজন চীনের আধুনিকায়ন বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির প্রতীক। কারণ টানা কয়েক বছর ধরে চীনের জি ডি পি ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। সৃষ্টি ও সংস্কারের সঙ্গে শাংহাই বিশ্বমেলার সম্পর্ক ঘনিষ্ঠ। বিশ্বের বিভিন্ন দেশের ধারণা, চীনের উন্নয়নের তিনটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে চীন একটি রুদ্ধ দ্বার দেশ হিসেবে অন্য দেশের সঙ্গে খুব কম যোগাযোগ করে। দ্বিতীয় পর্যায়ে চীন জাগ্রত হতে শুরু করে এবং চীনের বাইরের অবস্থার খোজঁখবর নিতে শুরু করে। তৃতীয় পর্যায়ে চীন বিশ্ব অর্থনীতি উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি , স্থিতিশীল আঞ্চলিক রাজনীতি , বিশ্ব সংস্কৃতি , নতুন প্রযুক্তি ও সামাজিক সভ্যতা প্রতিষ্ঠার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে । বিশ্বের বিভিন্ন দেশ চীনের সংস্কৃতি , নতুন প্রযুক্তি ও সভ্যতাকে কাজে লাগিয়ে নিজ দেশের উন্নয়ন ত্বরান্বিত করার কথা বিবেচনা করছে । পেইচিং অলিম্পিক গেমস ও শাংহাই বিশ্বমেলার আয়োজন থেকে প্রমাণিত হয়েছে যে, চীন সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশ নতুন ধারণা পোষণ করছে ।

ব্রুনেটা মনে করেন, বিশ্বমেলা শেষ হওয়ার পর শাংহাইয়ে মেলার অনেক অবকাঠামো ব্যবস্থা থেকে যাবে, শুধু তাই নয়, এ মেলা চীনের অর্থনৈতিক উন্নয়নে বিরাট প্রভাব ফেলবে। তিনি বলেন, অক্টোবর মাসে বিশ্বমেলা শেষ হওয়ার শাংহাই মহানগর বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগের একটি পথ পাবে। বিশ্বমেলায় লাখ লাখ দর্শকের মধ্যে শিল্পপতি ও ব্যবসায়ীর সংখ্যা কম হবে না। মেলা শেষ হওয়ার পরও শিল্পপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থার মধ্যে যোগাযোগ থেকে যাবে। বিশ্বমেলা চলাকালে চীনের এক লাখ শিল্পপ্রতিষ্ঠান বিদেশের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে মেলা শেষ হওয়ার পরও যোগাযোগ বজায় থাকবে। এটা শাংহাই তথা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। বিশ্বমেলার মতো বিরাট বিনিয়োগের উদ্দেশ্যই বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও বিনিময় বাড়ানো। বাণিজ্য ও সংস্কারের সময় এ ধরনের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পদে পরিণত হয়।

ইতালির একজন সরকারী কর্মকর্তা, বিশেষ করে একজন অর্থনীতিবিদ হিসেবে ব্রুনেটা মনে করেন, শাংহাই বিশ্বমেলা বিশ্ব অর্থনীতির উন্নয়নেও তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, আর্থিক সংকটে জর্জরিত বিশ্ব অর্থনীতির পক্ষে শাংহাই বিশ্বমেলা যেন অন্ধকারে দেখা সূর্যের আলো। এ বিশ্বমেলার কল্যাণে বিশ্ব অর্থনীতির কত প্রবৃদ্ধি হবে, তা এখন বলা মুশকিল। তবে এর প্রতীকী তাত্পর্য অনেক বেশি। শাংহাই বিশ্বমেলা যেন ঝড় বৃষ্টিতে সমুদ্রের জাহাজগুলোর সামনে আলোর সঙ্কেত । যদিও ঝড় বৃষ্টি থামে নি, তবুও জাহাজগুলো আশার আলো দেখেছে । বিশ্ব অর্থনীতির পক্ষে শাংহাই বিশ্বমেলা ভবিষ্যতের আশা।

ব্রুনেটা মনে করেন, শাংহাই বিশ্বমেলা বিশ্বের বিভিন্ন দেশের প্রতি ইতালির উন্নত প্রযুক্তি ও সৃজনশীল শক্তি প্রদর্শনের একটি সুবর্ণ সুযোগ। পণ্য রপ্তানির মাধ্যমে ইতালি শুধু আর্থিক দিকে লাভবান হতে পারে, সৃজনশক্তি প্রদর্শন উভয়পক্ষে উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই শাংহাই বিশ্বমেলা চলাকালে তিনি ইতালির একজন পদস্থ সরকারী কর্মকর্তা হিসেবে একটি প্রতিনিধি দল নিয়ে শাংহাইয়ে 'ইতালির নতুন সৃষ্টি' নামে একটি প্রদর্শনী আয়োজন করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আড়াই শ'টি শিল্পপ্রতিষ্ঠান নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল নিয়ে শাংহাই যাব। এসব শিল্পপ্রতিষ্ঠান নিজের সৃষ্ট নতুন পণ্য শাংহাইয়ে নিয়ে যাবে। ইতালির নাগরিকদের জীবন ও তৈরী শিল্পের সংস্কৃতি সম্পর্কিত এ সব নতুন পণ্য শাংহাইয়ে প্রদর্শনের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশ , বিশেষ করে চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। আমি আশা করি এ ধরনের যোগাযোগের মাধ্যমে ইতালি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক , অংশীদারিত্বের সম্পর্ক ও যৌথ বিনিয়োগের সম্পর্ক স্থাপন করতে পারবে। শাংহাই বিশ্বমেলার পরও নতুন পণ্য প্রদর্শনের জন্য ইতালি প্রতি বছর প্রতিযোগিতার মাধ্যমে আড়াই শ' শিল্পপ্রতিষ্ঠান বেছে নেবে। আমরা এ ধরনের বাছাই পর্বকে 'শাংহাই' বলি, কারণ শাংহাই বিশ্বমেলা এ বাছাই পর্বের সূচনা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040