|
||||||||||||||||||||||||||||

এবারের " চীনা ভাষা সেতু--মার্কিন মাধ্যমিক বিদ্যালয় ও স্কুলের চ্যান্রোলারের চীন সফর" তত্পরতা হচ্ছে চীনের কনফুসিয়াস ইন্সটিটিউটের সদর দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত ব্যাপকতার মধ্য থেকে একটি সর্বোচ্চ দেশি-বিদেশী শিক্ষা মহলের বিনিময় ইভেন্ট হিসেবে এ তত্পরতা ইতোমধ্যেই পর পরই পাঁচ বছর মেয়াদি আয়োজিত হয়। এর আয়োজনের লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে চীনা ভাষা ক্লাস সুষ্ঠুভাবে চালানো এবং যুক্তরাষ্ট্রের চীনা পক্ষের সাহায্য পাওয়ার জন্য চীন ও মার্কিন মাধ্যমিক বিদ্যালয় ও স্কুলের বিনিময় ত্বরান্বিত করা। এবারের তত্পরতার এক সহায়তা প্রদানকারী সংস্থা--মার্কিন বিশ্ববিদ্যালয়ের পরিষদের ভাইস-চেয়ারম্যান বি.অ্যান ওরাইট মার্শ মনে করেন, এবারের তত্পরতা চীন ও মার্কিন শিক্ষা মহলের কর্মকর্তাদের জন্য একটি সুষ্ঠু সহযোগিতা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। এ সম্পর্কে তিনি বলেন:
" এবারের তত্পরতা খুবই চমত্কার বলে মার্কিন শিক্ষকরা স্বদেশে যে অসম্ভব বাস্তবায়িত উপায়ের মাধ্যমে চীনকে জানতে সক্ষম হয়েছেন। পাশাপাশি চীনা শিক্ষকরাও মার্কিন সহকর্মীদেরকে উপলদ্ধি করতে সক্ষম হয়েছেন। এবারের সফররত মার্কিন চ্যান্রোলারা স্বদেশে ফিরে আসার পর নিশ্চয় কিছু সহযোগিতা ইভেন্ট চালানোর সিদ্ধান্ত নেবেন। যেমন কনফুসিয়াস ইন্সটিটিউট স্থাপন করা। এভাবেই প্রতিবছরের সহযোগিতা ইভেন্ট নিশ্চয় বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে"।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |