Web bengali.cri.cn   
চীনের আঞ্চলিক অপেরা ইউয়ু চুই
  2010-06-23 14:06:56  cri
'ইউয়ু চুই' হচ্ছে চীনের দক্ষিণাঞ্চলের কুয়াং তোং প্রদেশে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী আঞ্চলিক অপেরা। এর ইতিহাস প্রায় পাঁচ'শর বছরেরও বেশি। 'ইউয়ু চুই' কুয়াং তোং প্রদেশের আঞ্চলিক ভাষার গান নিয়ে পরিবেশিত হওয়ায় তা কুয়াং তোং, কুয়াং সি, তাইওয়ান, হংকং ও ম্যাকাওসহ বিভিন্ন অঞ্চলে খুব জনপ্রিয়। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে চীনা বংশোদ্ভুত বিদেশী ও প্রবাসী চীনারা যাদের পূর্বপুরুষের জন্মভূমি কুয়াং তোং প্রদেশের তারাও এ ধরণের অপেরায় গান গাইছেন। ২০০৬ সালের মে মাসে 'ইউয়ু চুই' জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়।

কুয়াং তোং প্রদেশের রাজধানী হিসেবে কুয়াং চৌ শহরে ইউয়ু চু'র অনেক অনুরাগী রয়েছেন। কুয়াং চৌ শহরের পশ্চিমাঞ্চলের লি ওয়ান জেলাকে ইউয়ু চু'র জন্মভূমি বলে গণ্য করা হয়। এখানে বরাবরই ইউয়ু চু'র সুগভীর পরিবেশ বিরাজ করছে। এখানকার বাসিন্দারা 'ইউয়ু চুই' গাইতে পারেন। কুয়াং চৌ শহরের লি ওয়ান জেলার সংস্কৃতি, বেতার, টিভি, তথ্য ও প্রকাশনা ব্যুরোর জনগণের সংস্কৃতি বিভাগের পরিচালক লি ই শেং বলেছেন,

গোটা লিং নান অঞ্চলে ইউয়ু চু'র প্রতিষ্ঠা, প্রচলন ও উন্নয়নের প্রক্রিয়ায় লি ওয়ান জেলা হলো এর উত্পত্তিস্থান। ইউয়ু চু'র বিখ্যাত শিল্পীদের অধিকংশই এখানে বসবাস করেন।

লি ওয়ান জেলায় হেঁটে পথ চলার সময় ইউয়ু চুই'র সুন্দর সুন্দর শব্দের সুরেলা ধনি শোনা যায়। তা আসছে কোন একটি সি হু চুই'র পরিবেশনা থেকে। 'সি হু চুই' হচ্ছে একটি বেসরকারী অপেরা গ্রুপ। গত বিশ বছরের মধ্যে বড় ও ছোট সি হু চুই দল পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তারা ইউয়ু চুই'র উন্নয়নে নতুন প্রাণশক্তি যুগিয়েছে। ইউয়ু চুই'র কয়েক জন অনুরাগী একসাথে লেখাপড়া করছে এবং তারা সবাই মিলে 'ইউয়ু চুই' পরিবেশন করছেন।

সি হু চুই কোন এক জনের বাড়ীতে কয়েক জনকে নিয়ে গঠিত হয়।

ইউন হো নামের অপেরা গ্রুপটি সি হু চুইয়ে'র মধ্যে অন্যতম। এ গ্রুপের দায়িত্বশীল কর্মকর্তা পোং ই ছিন-এর বয়স এখন ৬৬ বছর। তরুণ বয়স থেকেই তিনি 'ইউয়ু চুই' পছন্দ করেন। ইউয়ু চুই'র অনেক অনুরাগীর মতো তিনিও কাজের চাপ ও পারিবারিক কারণে বেশ কিছুদিন আগে ইউয়ু চু'র সঙ্গ থেকে বিদায় নিয়েছিলেন। অবসর নেয়ার পর তিনি তার এই সখটিকে প্রতিপালনের জন্য আবারও শুরু করেন। তিনি বলেন,

আমি ১৬ বছর বয়সে কুয়াং চৌ নান কুও ইউয়ু ছু স্কুলে লেখাপড়া করছিলাম। বিয়ে হওয়ার পর আমি আর স্কুলে যাইনি। এখন অবসর নেয়ার পর আমার সময় থাকলে ইউয়ু চুইতে আবার গান গাইবো।

২০০৯ সালের সেপ্টেম্বর মাসে 'ইউয়ু চুই'র সাফল্যে ইউনেস্কোর মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়। ইউয়ু চুই'র উন্নয়নের লক্ষ্যে বেসরকারী ভিত্তি হিসেবে সি হু চুই'র সমৃদ্ধি ইউয়ু চুই'র সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। (লিলি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040