|
জর্ডান, সৌদি আরব, সিরিয়া, ইরাকসহ ১১টি দেশের তিন শ'রও বেশি আরব শিল্পী উদ্বোধনী দিনের পরিবেশনায় অংশ নেন। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার লিউ ইয়ান তোংসহ দেশি-বিদেশী অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
এবারের শিল্প দিবসে অংশগ্রহণকারী দলগুলো তাদের পরিবেশনায় পুরোপুরিভাবে আরবের সুপ্রাচীন ও মরমী সংস্কৃতি ও শিল্প প্রদর্শন করে।
আরব শিল্প দিবস ২০০৬ সালে চালু হয় এবং প্রতি চার বছরে একবার করে অনুষ্ঠিত হয়। চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও আরব লীগ সচিবালয়ের যৌথ উদ্যোগে এবারের দিবস উদযাপিত হচ্ছে। পেইচিংয়ে পরিবেশনা ছাড়াও, আরব শিল্পী দলগুলো ২৩ জুন শাংহাইয়ে যাবে এবং সেখানে বিশ্বমেলা উদ্যানে পরিবেশনায় অংশ নেবে। (লিলি)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |