
২২ জুন দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ১২তম দিবস। পেইচিংয়ের ফুটবল ভক্তরা রাতে রাজধানী বিনোদন এলাকার আন্তর্জাতিক বিয়ার উত্সবে মিলিত হয়ে বিয়ার ও বারবিকিউয়ের পাশাপাশি চার বছর একবার করে অনুষ্ঠিত এই প্রথম শ্রেণীর ফুটবল প্রতিযোগিতা উপভোগ করেছেন। (লিলি)

1 2 3 4