|
||||||||||||||||||||||||||||

অনেক অনেক দিন আগে এক বিচক্ষণ রাজা তাঁর সব মন্ত্রীকে ডেকে "বিভিন্ন যুগের মেধাজাত বিষয়" শিরোনামের একটি বই লেখার দায়িত্ব দেন। বন্ধুরা, আজকের গল্পের ঝুলি অনুষ্ঠানে আমরা মন্ত্রীদের সেই বই লেখার গল্প শোনাবো আপনাদেরকে।
সব মন্ত্রী রাজার নির্দেশ শুনে অত্যন্ত মনোযোগ সহকারে এ বই লেখার কাজ শুরু করেন। অক্লান্ত প্রচেষ্টার পর অবশেষে ১২ অধ্যায়ের একটি বিশাল বই তৈরী হয়। এ বই দেখার পর রাজা বলেন "আমার প্রিয় ভাই-বোনেরা, আমি বিশ্বাস করি, এ বইয়ে সত্যিই বিভিন্ন যুগের মেধাজাত বিষয় অন্তর্ভূক্ত হয়েছে। তবে এ বইয়ের কলেবর অনেক বড়। এ বই পড়ার মতো পর্যাপ্ত সময় হয়তো মানুষ পাবে না। আমি মনে করি, বইটির আকার একটু ছোট করা উচিত"।
রাজার কথা শুনে মন্ত্রীরা আবার নতুন করে কাজে হাত দেন বইটিকে ছোট করার জন্য। তাঁদের ব্যাপক প্রচেষ্টায় ১২ অধ্যায়ের বইয়ের কমে মাত্র এক অধ্যায়। রাজা তাতে খুশি হতে পারেন না। তিনি এটিকে আরো ছোট করার জন্য আবার নির্দেশ দেন। এভাবে মন্ত্রীরা ছোট করেন আর রাজা আরো ছোট করার নির্দেশ দেন। বহু দফা প্রচেষ্টার পর বিশাল কলেবরের বইটি অবশেষে একটি বাক্যে পরিণত হয়। রাজা এ বাক্যটি দেখে বেশ খুশি হন। তিনি বললেন, "আমার প্রিয় ভাইবোনেরা, এটি সত্যিই হচ্ছে বিভিন্ন যুগের মেধাজাত বিষয়। পাঠক যদি এ বাক্যের অন্তর্নিহিত তাত্পর্য উপলদ্ধি করতে পারেন, তাহলে আমাদের যে উদ্বেগ সারাক্ষণ থাকে তার নিশ্চয়ই সমাধান সম্ভব হবে।" বন্ধুরা, কি ছিল সে বাক্যটি? বাক্যটি ছিল "একটা ফ্রি মধ্যাহ্নভোজের মতো ভাল আর কিছুই নেই।"
বন্ধুরা, এ গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে, যে কোন কাজের ক্ষেত্রে সাফল্য না আসা পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত। যেখানে কষ্ট নেই সেখানে সাফল্যও নেই।-- ওয়াং হাইমান


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |