Web bengali.cri.cn   
বিশ্বমেলায় সি আর আইয়ের সাংবাদিকের অনুভূতি
  2010-06-18 15:52:00  cri
সি আর আইয়ের বিদেশি সাংবাদিক জুলিয়ান পেজ বিশ্বমেলার খবর সংগ্রহের কাজে অংশ নিয়েছেন। তিন সপ্তাহ ধরে মেলায় তার কাজ শেষে তিনি বলেন, বিশ্বমেলায় ভিন্ন সংস্কৃতি উপভোগ করা যায়। এমন অনুভূতি তার কাছে অনেক বিলাসী। জুলিয়ান মনে করেন, শাংহাই বিশ্বমেলাকে অবশ্যই একটি বিরাট অনুষ্ঠান হিসেবে বলা যায়। তিনি বলেন:

আমার মনে যে বিষয়টি সবচেয়ে গভীর দাগ কেটেছে তা হল, বিশ্বমেলায় আপনি বিভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতি উপভোগ করতে পারবেন। অবশ্যই আপনি সেসব দেশে গিয়েও দেখতে পারেন। তবে একই জায়গায় এত বেশি সংস্কৃতি উপভোগ করার সুযোগ আপনার আর কোথাও নেই। তাই তা খুব বিলাসী ব্যাপার। এমন বিলাসী অনুভূতি পাওয়া খুবই চমত্কার ব্যাপার।

জুলিয়ান বলেন, তিনি সব দেশের ভবন পরিদর্শন করতে চেয়েছিলেন। তবে তার যথেষ্ট সময় নেই। তার মনের সবচেয়ে সুন্দর শহরের কথা উল্লেখ করে তিনি বলেন:

আমার মনে হয়, একটি সুন্দর শহর হবে খুব প্রাণচঞ্চল, খুব উত্তেজনাময়, খুব পরিস্কার পরিচ্ছন্ন, কোন দূষণ ও জঞ্জাল থাকবে না। এর পাশাপাশি প্রকৃতির প্রতিরূপ তার ভেতর থাকবে নিবিড়ভাবে। এখন আমার সামনের জানালা দিয়ে বাইরে দেখি, অনেক গাছ, আমার মনে হয় এটিই হলো একটি সুন্দর শহরের চেহারা। এ ছাড়া, এমন শহরে লোকজনের প্রাকৃতি উপভোগ করার জায়গাও থাকতে হবে।

আপনার মনে এখন একটি সুন্দর শহরের চেহারা কী রকমের? সম্প্রতি ২০১০ সালের বিশ্ব নারী শীর্ষ সম্মেলন ২০ থেকে ২২ মে পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে সৌদি আরবের শিক্ষা উপ মন্ত্রী মাদাম নুরাহ আব্দুল্লাহ আল ফাইজ ২১ মে সি আর আইয়ের সাংবাদিককে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, চীন ও সৌদি আরবের উচিত শিক্ষা ক্ষেত্রের সহযোগিতা ও বিনিময় জোরদার করা। তিনি আশা করেন যথাক্রমে সৌদি আরবের আরো অনেক শিক্ষার্থী চীনা ভাষা শিখতে পারবেন। তিনি বলেন:

এ সম্মেলনে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার সময় আমরা মনে করি, দু'দেশের শিক্ষা কর্মী ও ছাত্রছাত্রীদের বিনিময় জোরদার করতে হবে। এর ফলে তারা মত বিনিময় করতে , পরস্পরের কাছে শিখতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আমি আশা করি, আরো বেশি সৌদি আরবের ছাত্রছাত্রীরা চীনা ভাষা শিখবে। আসলে চীনা ভাষা একটি অনেক প্রাচীন ভাষা। দ্বিতীয়ত: এখন সৌদি আরবের অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষক চীনে লেখাপড়া করেন এবং কাজ করেন। চীনা জনগণের কাছে তাদের চীনা ভাষা শেখার সুযোগ আছে। তৃতীয়ত: চীনা ভাষা খুব গুরুত্বপূর্ণ একটি ভাষা। আমি আশা করি আমি নিজেও তা শিখতে পারবো।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040