|
ইয়েল ইউনিভার্সিটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নামকরা দি আইভি লীগের মধ্যে অন্যতম। তাকে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ক্ষেত্রের অন্যতম বলে মনে কনা হয়। প্রতি বছর ইয়েল ইউনিভার্সিটি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনকারীদের ডক্টরেট ডিগ্রি প্রদান করে। চলতি বছর চাং ই মৌ ছাড়াও আফ্রিকার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে লিবিয়ার বর্তমান প্রেসিডেন্ট এল্যান জনসন সার্লিফ, যুক্তরাষ্ট্রের বর্তমান জ্বালানী মন্ত্রী স্টিভেন চু এবং ২০০৬ সালের নোবেল পুরস্কার বিজয়ী তুরস্কের লেখক ওরহাম পামুক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। গত বছরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও ডক্টরেট ডিগ্রি পেয়েছেন।
ডক্টরেট ডিগ্রি পাওয়ার পর চাং ই মৌ একজন চীনা হিসেবে গৌরব বোধ করেন। তিনি বলেন,
এ ধরণের স্বীকৃতি পাওয়া খুব সহজ ব্যাপার নয়। প্রতি বছর যারা ইয়েল ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি পান তারা আন্তর্জাতিক ক্ষেত্রের বিশিষ্ট লোক। একজন চীনা হিসেবে এ ধরণের গৌরবের আনন্দে আমি আনন্দিত।
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে ইয়েল ইউনিভার্সিটির প্রিন্সিপাল রিচার্ড চার্লস লেভিন চাং ই মৌ প্রসঙ্গে এভাবে মূল্যায়ন করেছেন যে, তাঁর চলচ্চিত্রে চীনের প্রাণবন্ত পরিবর্তনের প্রতিফলন ঘটেছে। চীনা সামাজিক জীবনের প্রতি তাঁর বিশ্লেষণ নিখুঁত ও সুগভীর। তা ছাড়া, তিনি সাফল্যের সঙ্গে ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করেছেন। চাং ই মৌ বলেন, এমন ধরণের স্বীকৃতি পাওয়া তাঁর চীনের জীবন ও সংস্কৃতি প্রচারের সংগে একান্ত ঘনিষ্ঠ। তিনি বলেন,
আমার মনে হয়, দু'কারণে এ ধরণের উচ্চ মূল্যায়ন পাওয়া যায়। প্রথমটা হলো আমি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র পরিচালনা করে আসছি। দ্বিতীয়টা হলো আমি ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের জন্য উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করেছি।
১৯৮৭ সালে 'লাল জোয়ার' নামে চলচ্চিত্র পরিচালনার পর থেকোই চাং ই মৌ অনেক জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার মধ্যে অনেক চলচ্চিত্র আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। চাং ই মৌ-এর চলচ্চিত্রে সুগভীর চীনা উপাদান হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের দৃষ্টি আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। চলচ্চিত্রে শুটিং করার পাশাপাশি চাং ই মৌ শিল্পকর্ম সমৃদ্ধ গীতিনাট্য ' তুরান্ডত' এবং 'ছাপের লি চিয়াং', 'ছাপের সি হু', 'ছাপের লিউ সান চিয়ে'র বাস্তব দৃশ্যের প্রেক্ষাপটকে তুলে ধরে পরিচালনা করেছেন। চাং ই মৌ বলেন, ভবিষ্যতে তাঁর চীনের সংস্কৃতি হবে তাঁর চলচ্চিত্রের প্রধান বিষয়। যে কাজ চীনের সংস্কৃতি তুলে ধরার সঙ্গে সম্পর্কিত তিনি সে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি বলেন,
আমার জন্য চলচ্চিত্রের শুটিং হলো সবার আগে। কারণ আমি একজন চলচ্চিত্র পরিচালক। এ কাজ আমার জন্য উপযোগী। তাই প্রায় প্রতি বছর আমি নতুন চলচ্চিত্র নির্মাণ করি। চলচ্চিত্র নির্মাণ ছাড়াও হাতে সময় থাকলে আমি অন্যান্য কার্যক্রম পরিকল্পনার দায়িত্ব গ্রহণ করতেও ইচ্ছুক। এসব কার্যক্রম সংস্কৃতি প্রচার করার জন্য ভালো।
চলচ্চিত্রের শুটিং-এর ফাঁকে ফাকে ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা চাং ই মৌ'র শৈল্পিক জীবনের একটি প্রতিনিধিত্বকারী কর্ম। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা সংস্কৃতিকে নতুনভাবে উপস্হাপন ছিল দৃষ্টিনন্দন। এ প্রসঙ্গে চাং ই মৌ মনে করেন, সেই মহান সম্প্রীতিতে অংশগ্রহণ করতে পারা খুব ভাগ্যের ব্যাপার। তিনি অলিম্পিক গেমসের মাধ্যমে চীনা সংস্কৃতি প্রদর্শনের জন্য গৌরব বোধ করেন। তিনি বলেন,
আমি মনে করি, অলিম্পিক গেমস হচ্ছে একটি দুর্লভ সুযোগ। চীন প্রথমবারে মতো অলিম্পিক গেমসের আয়োজন করে বিশ্বের দৃষ্টি চীনের ওপর এনে দিয়েছে। অলিম্পিক গেমসে চীনা সংস্কৃতি, চীনা জনগণের শক্তি ও চীনের উন্মুক্ত করার দৃঢ়তা প্রদর্শিত হয়ছে।
গত শতাব্দীর ৫০ দশকে জন্মগ্রহণ করা চাং ই মৌ নিজের চোখে নয়া চীনের ইতিহাস দেখেছেন। বিশেষ অভিজ্ঞতার কারণে তিনি মনে করেন, চীনা সংস্কৃতি প্রচার করা তার দায়িত্ব। তিনি বলেন, চীনের উচিত বিশ্বের শ্রেষ্ঠ সংস্কৃতির সঙ্গে বিনিময় করা । তিনি বলেন,
চীনে এখন উন্মুক্ত হয়েছে। নানা ধরণের উপায়ে বিশ্বের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে। চলচ্চিত্রকে এখন সাংস্কৃতির দূত হিসেবে নির্ধারণ করা হয়। কারণ চলচ্চিত্র বিভিন্ন দেশে সহজভাবেই জনপ্রিয় হয়ে উঠতে পারে।
তা ছাড়া, চাং ই মৌ লেখাপড়া ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন। হলিউড প্রসঙ্গে তিনি বলেন, হলিউডে তাঁর পছন্দের অনেক চলচ্চিত্র পরিচালক আছেন। তিনি আশা করেন, ভবিষ্যতে তিনি বিশ্বের শ্রেষ্ঠ পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারবেন। তিনি বলেন,
বিশ্বে অনেক খুব শ্রেষ্ঠ ধীশক্তি সম্পন্ন ব্যক্তিত্বের নির্মিত চলচ্চিত্র আছে। সেসব চলচ্চিত্র কর্ম থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত্। সুযোগ পেলে আমি তাদের সঙ্গে সহযোগিতা করতে চাই। (লিলি)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |