Monday Apr 21th   2025 
Web bengali.cri.cn   
পকার বিধাতার বিতরণ করা হয়
  2010-06-04 20:52:51  cri

ডিউইট আইসেন হাওয়ার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম প্রেসিডেন্ট। তাঁর ছোটবেলায় তিনি সময় পেলেই মাঝে মাঝে তাঁর আত্মীয়স্বজনের সঙ্গে পকার খেলেন। বন্ধুরা, আজকের 'গল্পের ঝুলি' অনুষ্ঠানে আমরা ডিউইট আইসেন হাওয়ারের জীবন কথা আপনাদের শোনাবো।

একদিন রাতের খাবার শেষে, তিনি আগের মতোই আত্মীয়স্বজনের সঙ্গে পকার খেলছিলেন। এবারে তাঁর ভাগ্য ছিল খুব খারাপ। তাঁর হাতে প্রতিবারই হাতে আসতে থাকে সব দুর্বল পকার । প্রথম প্রথম তিনি এতে অসন্তুস্ট হতে থাকেন। পরে তিনি আর সহিষ্ণুতা বজায় রাখতে পারেন নি। তিনি তার উত্তেজনা প্রকাশ করে ফেলেন।

তাঁর মা এ অবস্থা দেখে ছেলেকে বলল " পকার খেলতে হলে তোমাকে নিশ্চয়ই হাতে থাকা পকার নিয়েই খেলতে হবে। পকার ভাল বা দুর্বল যাই হোক না কেন, তোমাকে তাই নিয়ে খেলতে হবে। ভাল ভাগ্য সবসময় তোমার সঙ্গে হয়তো থাকবে না।

মার কথা শুনে সে আরও অসন্তুষ্ট হলো। এর পর মা আবারও বললো " আসলে জানবে জীবনটাই একটাৱ এই পকার খেলার মত, বিধাতা তোমার হাতে তোমার মত করেই পকার তুলে দেন। তোমার হাতের পকার ভাল কী না, সেটা তোমাকে অবশ্যই মেনে নিতে হবে এবং এর সম্মুখীন হয়ে পরিস্হিতি ও পরিবেশকে মোকাবিলা করতে হবে। তবে একটি বিষয় তুমি নিশ্চয়ই করতে পারো, আর তা হলো নিজের মনোভাবকে খুব শান্তিময় অবস্হানে রাখা এবং মনোযোগ দিয়ে কাজ করা। এভাবেই তুমি কেবল ভালো পকার খেলতে পারবে এবং জীবন-যাপনও সত্যিকারভাবে তাত্পর্যময় হয়ে উঠবে"।

আইসেন হাওয়ার মার কথা চিরদিন মনে করে সবসময় নিজেকে অনুপ্রাণিত করে তুলেছেন। এভাবেই একদিন তিনি মার্কিন প্রেসিডেন্ট হতে পেরেছিলেন।

হ্যাঁ, বন্ধুরা, এ গল্প থেকে আপনারা কী শিখেছেন? আমরা বুঝতে পেরেছি যে, সমস্যা এবং কষ্টকর অবস্থার সম্মুখীন হলে তাকে বাদ দিয়ে সমস্যারই সমাধান করা যায় না। এর মধ্যে নিজের মনোভাবকে সবার আগেই সমন্বয় করা দরকার। সাহসিকতার সাথে জীবন-যাপনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। অক্লান্ত প্রচেষ্টা চালাতে গেলে প্রতিটি কাজকেই ভালভাবে করার জন্য সর্বশ্রেষ্ঠ বাছাই বলে মনে করতে হয়।----ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040