Web bengali.cri.cn   
সংগীত ও চলচ্চিত্রের মধ্য দিয়ে পোল্যান্ড ভবনের স্ববৈশিষ্ট্য সংস্কৃতি ফুটে উঠেছে
  2010-06-04 20:50:45  cri

২২ মে হচ্ছে বিশ্বের বিখ্যাত সুরকার ফ্রেডারিক ফ্রান্সিসকো চপিনের জন্মের ২০০তম বার্ষিকী। সেজন্য চপিনের সংগীত অবশ্যই পোল্যান্ড ভবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। এদিন শাংহাই থিয়েটারে এর উদযাপনী উপলক্ষ্যে কন্সার্ট আয়োজনের পাশাপাশি নেদারল্যান্ডস ভবনেও রক বিষয়ক চপিন কন্সার্ট আয়োজিত হয়। পাশাপাশি বড় আকারের নাচগানের পরিবেশনাও অনুষ্ঠিত হয়েছে। অ্যনা বলেন, চপিন ও তাঁর সংগীতের মধ্য দিয়ে পোলিশ ও চীনা জনগণের দূরত্ব অনেকটা কমে আসবে ।

চীনে পোল্যান্ড দূতাবাসের সংস্কৃতি বিভাগের কাউন্সিলার ম্যাসিয়েজ গাকা আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, এমন ধরণের সাংস্কৃতিক বিনিময় দু'দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোল্যান্ড ও চীন আরও বেশি সাংস্কৃতিক বিনিময় তত্পরতার আয়োজন করবে।এ সম্পর্কে তিনি বলেন:

" আমি মনে করি, পোল্যান্ড ও চীনের সাংস্কৃতিক বিনিময় খুবই গুরুত্বপূর্ণ। পোল্যান্ড ও চীনের জনগণের মধ্যে অনেক বেশি অভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে সংগীতের ওপর রয়েছে অনুভূতির আমাজ। আমরা চীনে একটি পোলিশ সংগীত কলেজ গড়ে তুলতে চাই। একদিকে চীনারা পোল্যান্ডের সংস্কৃতি সম্পর্কে জানতে সক্ষম হবে। এর মধ্যে শুধু সংগীত নয়, আরও অনেক কিছুই থাকবে। অন্যদিকে চীনা শিল্পীদের পোল্যান্ডে গিয়ে সাংস্কৃতিক বিনিময় করার সুযোগও সৃষ্টি হবে"।–ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040