|
মঙ্গোলীয় জাতির থিয়েমুজেন ১২০৬ সালে রাষ্ট্র গঠন করেন ।১২৭১সালে হুবিলিয়ে ইউয়ান নামে রাষ্ট্রের নামকরণ করেন ।১২৭৯ সালে শং রাজদের উত্খাত করার পর দাতুকে( বর্তমানের পেইচিং ) রাজধানী করা হয় ।
মঙ্গোলীয় জাতির অধিবাসীরা অতীতে মরুভুমির উত্তর দিকে থাকত । থিয়েমুজেন উপজাতিগুলোকে পরাজিত করে মঙ্গোলিয়াকে একীভূত করেন এবং মঙ্গোলিয়া রাষ্ট্র গঠন করেন ।তিনি নিজকে চেংগিস খান বলে অভিহিত করেন । এর আগে মঙ্গোলীয় বাহিনী মধ্য এশিয়া , পুর্ব ইউরোপ ও পারস্যে আক্রমণ অভিযান চালিয়েছিল । এশিয়া ও ইউরোপ জুড়ে চেংগিস খানের সাম্রাজ্য হোলিনকে( বর্তমান মঙ্গোলিয়া গণ প্রজাতন্ত্রের হারহোলিন)কেন্দ্র করে গড়ে উঠে । অনতিকালে তাঁর সাম্রাজ্য কয়েকটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয় । সেই স্বাধীন রাষ্ট্রের রাজারা চেংগিস খানকে সম্রাট বলে স্বীকার করতেন ।
ইউয়ান রাজত্বকালে দীর্ঘকালীন যুদ্ধ-বিগ্রহের জন্য উত্তরাঞ্চলের সাংঘাতিক ক্ষয়ক্ষতি হয় । ইউয়ান রাজবংশের প্রথম সম্রাট কৃষি উন্নয়ন ও হোয়াংহো নদীর সংস্কারকে গুরুত্ব দিতেন ।
থাং ও ইউয়ান রাজবংশীয় আমলে চীন ছিল পৃথিবীর সর্বাধিক উন্নত দেশ।প্রতিবেশী দেশগুলোর ওপরে চীনের অর্থনীতি ও সংস্কৃতির প্রভাব ছিল ব্যাপক । সেই সময়ে বিভিন্ন দেশের দূত, বণিক ও পন্ডিতরা একে অপরের দেশে ঘনঘন আসাযাওয়া করতেন ।বিদেশের সংগে চীনের আদানপ্রদান অভুতপুর্ব আকার ধারণ করে । ইউয়ান রাজবংশীয় আমলে প্রাচ্য ও পাশ্চাত্যের দূত ও বণিকদের গমনাগমন আগের যে কোনো সময়ের চেয়ে অধিক ছিল । বহু সুত্রে জাপান আর দক্ষিণ পুর্ব এশিয় দেশগুলোর সংগে চীনের যোগাযোগ ছিল ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |