Web bengali.cri.cn   
কুং ফু'র মাধ্যমে চীনের সংস্কৃতি জনপ্রিয় করা
  2010-05-28 20:31:27  cri
থিয়েন চিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উ সু বিভাগের একটি প্রতিনিধি দল ২০ মে সন্ধ্যায় পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকৌয়ের ভিসতুলা স্টেডিয়ামে চীনের ঐতিহ্যিক উ সু পরিবেশন করেছে। যদিও সেদিন ক্রাকৌ শহরে সারা দিন বৃষ্টি হচ্ছিল, তারপরও অনেক দর্শক উ সু দেখার জন্য স্টেডিয়ামে ভীড় জমায়।

উ সু হল চীনের ঐতিহ্যিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সংস্কৃতি পোল্যান্ডে জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে পোল্যান্ডের অনেক লোক চীনের কুং ফু সম্পর্কে জানতে এবং শিখতে আগ্রহী হয়ে উঠেছে। এমন সময় চীনের থিয়েন চিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পোল্যান্ডে চীনের দূতাবাস এবং পোল্যান্ড কনফুসিয়াস ইন্সটিটিউটের সাহায্যে একটি উ সু দল পোল্যান্ডে পাঠিয়েছে। তারা আশা করে এ অনুষ্ঠানের মাধ্যমে পোল্যান্ড জনগণ চীনের কুং ফু সম্পর্কে কিছুটা জানতে পারবে এবং চীনের সংস্কৃতি সেখানে জনপ্রিয় হয়ে উঠবে।

থিয়েন চিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা ইন্সটিটিউটের উপ প্রধান কাও ইয়ুং কো বলেছেন, ২০০৮ সালে থিয়েন চিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পোজনানের এ্যাডাম মিকিয়েভিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে যখন কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠা করে, তখন তিনি পোল্যান্ডে চীনের ঐতিহ্যিক কুং ফু অনুষ্ঠান আয়োজন করার কথা চিন্তা করেছিলেন। তিনি বলেন:

সেদিনটির অনেক মজার কথা বলার আছে । যখন আমি মিকিয়েভিজ বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য পোল্যান্ডে যাই। তখন আমি দেখেছি যে, পোল্যান্ডের জনগণ উ সু সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী। রাস্তায় ছোট ছোট শিশুরা চীনাদের দেখে চীনের বিখ্যাত তারকা "ব্রুস লি"-এর নাম ধরে ডাকে। তখন আমার মনে হল কেন পোল্যান্ডে একটি কুং ফু অনুষ্ঠান আয়োজন করা হবে না? পোল্যান্ডের জনগণ সত্যিই কুং ফু পছন্দ করে এবং সেখানে এমন অনুষ্ঠানও তেমন একটা হয় না। আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি কুং ফু দল আছে। তাই আমি এ সুযোগে চীনের কুং ফু সংস্কৃতিকে পোল্যান্ডে জনপ্রিয় করার কথা ভাবতে থাকি।

চীনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিখ্যাত কুং ফু দল হিসেবে থিয়েন চিন বিশ্ববিদ্যালয়ের কুং ফু দল এশিয়া গেমস ও বিশ্বের উ সু প্রতিযোগিতায় ৬টি স্বর্ণ পদক পেয়েছে। সেদিন পোল্যান্ডে আয়োজিত এই কুং ফু অনুষ্ঠানে দলের সদস্যরা চমত্কার চীনের ঐতিহ্যিক কুং ফু পরিবেশন করেছে। তাছাড়া একাঙ্কীকা ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে চীনের কুং ফু-এর আকর্ষণীয়তা প্রতিফলন ঘটিয়েছে তারা। এসব অনুষ্ঠান দর্শকদের প্রশংসা পেয়েছে।

সেদিনের অনেক দর্শক বলেছে, এ কুং ফু অনুষ্ঠানটি সত্যিই অনেক চমত্কার। এর আগে তারা শুধু চলচ্চিত্রের মাধ্যমে চীনের কুং ফু সম্পর্কে কিছু জেনেছেন। এবার নিজের চোখে চীনের কুং ফু পরিবেশনা দেখেছেন বলে তারা অনেক আনন্দিত। একজন নারী অনুষ্ঠান শেষে আমাদের সাংবাদিককে বলেন:

আজ সন্ধ্যার কুং ফু অনুষ্ঠানের সাথে আগের চলচ্চিত্রের অনেক পার্থক্য দেখতে পেয়েছি। আমার মনে হয় তাদের পরিবেশিত কুং ফু অনেক ঐতিহ্যিক। বিশেষ করে তাদের অভিনীত থাই চি নামের বিশেষ ধরনের কুং ফু অনেক চমত্কার। বিশ্বাস করতে পারি না কুং ফু এত আকর্ষণীয় হতে পারে।

একজন দর্শক তিন বছর ধরে চীনের থাই চি নামের কুং ফু শিখেছেন। তিনিও একজন কুং ফু প্রেমী। তিনি আমাদের সাংবাদিককে বলেন:

আমি তাদের অনুষ্ঠান অনেক পছন্দ করি। তাদের প্রস্তুতি অনেক ভালোছিল। তাদের পরিবেশনাও অনেক সুন্দর। আমি বিশেষ করে অস্ত্র নিয়ে পরিবেশিত অনুষ্ঠান পছন্দ করি। এ অনুষ্ঠানে চীনের বিভিন্ন প্রাচীন এবং ঐতিহ্যিক কুং ফু অস্ত্র আছে। যেমন অসি বা তলোয়ার । পুরো কুং ফু দলের প্রস্তুতি অনেক ভালো। তাদের কুং ফু'র মান সত্যি অনেক উচুঁ।

থিয়েন চিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত এবার পোল্যান্ডে অনুষ্ঠান পরিবেশন করেছে। ক্রাকৌয়ের অনুষ্ঠান শেষে কুং ফু দল পোল্যান্ডের অন্যান্য শহরেও চীনের ঐতিহ্যিক কুং ফু পরিবেশন করবেন। থিয়েন চিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবারের ভ্রাম্যমাণ অনুষ্ঠান পোল্যান্ড উ সু সমিতি এবং পোল্যান্ডের বিভিন্ন কনফুসিয়াস ইন্সটিটিউটের ব্যাপক সহযোগিতা পেয়েছে। তারা ভবিষ্যতে অব্যাহতভাবে সহযোগিতার পাশাপাশি পোল্যান্ডে চীনের উ সু সংস্কৃতিকে জনপ্রিয় করার পরিকল্পনা করছে। থিয়েন চিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা ইন্সটিটিউটের উপ প্রধান কাও ইয়ুং কো বলেন, থিয়েন চিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন পোল্যান্ডের উ সু সমিতির সঙ্গে আলোচনা করছে এবং ওয়ার্সতে স্থানীয় উ সু শিক্ষায় সাহায্য করার জন্য উ সু শিক্ষক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন:

এবার অনুষ্ঠানের প্রস্তুতি নেয়ার সময় পোল্যান্ডের উ সু সমিতি আমাদেরকে অনেক সাহায্য করেছে। প্রস্তুতি প্রক্রিয়ায় তারা উপলব্ধি করেছে যে অন্য ক্ষেত্রে আমাদের দু'পক্ষের সহযোগিতার সুযোগও রয়েছে। মানে আমাদের উ সু শিক্ষক পোল্যান্ডের জনগণের উ সু শেখার ক্ষেত্রে সহায়তা দিতে পারবে। আশা করি ভবিষ্যতে এমন সুযোগে ওয়ার্সতে পোল্যান্ড ও চীনের উ সু বিনিময়ের ভিত্তিতে আরেকটি ভালো মঞ্চ তৈরি করবে। যা চীন ও পোল্যান্ডের মৈত্রী ত্বরান্বিত করার ক্ষেত্রে সহায়ক হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040