যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান ২৪ মে কানেকটিকাট রাজ্যের নিউ হ্যাভেনে আয়োজন করা হয়। চীনের বিখ্যাত পরিচালক চাং ই মৌকে সেদিনের সমাবর্তন অনুষ্ঠানে শিল্পকলায় সম্মাসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। এ থেকে প্রতিফলিত হয়েছে যে, তাঁর শিল্পকলা আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা পেয়েছে।
সাম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে ইয়েল ইউনির্ভার্সিটির প্রিন্সিপাল রিচার্ড চার্লস লেভিন চাং ই মৌ প্রসঙ্গে ভাষ্যকার কমিটির মূল্যায়ন অবহিত করেন। তিনি বলেন, তাঁর চলচ্চিত্রে প্রাণবন্তভাবে পরিবর্তনরত চীনের প্রতিফলন ঘটেছে। চীন সমাজের প্রতি তাঁর বিশ্লেষণ বিশেষ ও সুগভীর। তা ছাড়া, চাং ই মৌ ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের জন্য যে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান পরিকল্পনা করেছেন তা খুব সন্তোষজনক।
চাং ই মৌ বলেন, এ ধরণের স্বীকৃতি পাওয়া খুব সহজ ব্যাপার নয়। একজন চীনা হিসেবে এ ধরণের সম্মান পেয়ে তিনি আনন্দ বোধ করছেন। (লিলি)